Image

আউট মানতেই পারছেন না মুশফিক, ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আউট মানতেই পারছেন না মুশফিক, ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট

আউট মানতেই পারছেন না মুশফিক, ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট

আউট মানতেই পারছেন না মুশফিক, ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট

এমনিতে তীব্র গরমের মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে জনমনে আগ্রহ তেমন নেই। তবে অক্রিকেটিয় ও অপ্রীতিকর কারণে শিরোনাম হচ্ছে ডিপিএলে। গতকালের (২৫ এপ্রিল) কথাই ধরুন না। 

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব ৩৩ রানে হারায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। সুপার লিগের এই ম্যাচের ফল নিয়ে যত আলোচনা তার চেয়ে বেশি আলোচনা মুশফিকুর রহিমের আউটকে কেন্দ্র করে।  

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ইনিংসের ৩৪ তম ওভারের ঘটনা। নাইম হাসানের বলে বাউন্ডারি লাইনের কাছ থেকে মুশফিকুর রহিমের ক্যাচ নেন আবু হায়দার রনি। ক্যাচ নিয়েই মাতেন উদযাপনে। 

 

তবে মুশফিকুর রহিম মাঠ ছেড়ে যাননি। তাঁর ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের দাবি এটা নট আউট, ক্যাচ ধরার সময় রনির পা বাউন্ডারি লাইন স্পর্শ করেছে। আম্পায়ার ও মোহামেডান কর্তাদের ফুটেজও দেখান তামিম ইকবাল। খেলা মিনিট ১৫ বন্ধ থাকার পর শুরু হয়, সাজঘরেই ফিরতে হয় মুশফিককে। 

তবে মুশফিক সহ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ক্রিকেটাররা সেটা মানতে পারেননি। ম্যাচ শেষে করমর্দন করতে আসেননি তামিম ইকবাল ছাড়া আর কেউই। 

 

আজ তো নিজের ফেসবুক পেইজে রনির ক্যাচ ধরার চিত্র পোস্ট করে মুশফিক লিখেছেন মা শা আল্লাহ! রুবেল হোসেন সেখানে কমেন্ট করেছেন- 'খুবই দুঃখজনক'। 

এই ঘটনার লেজ আর কতটা লম্বা হয় সেটাই এখন দেখার বিষয়।  

Details Bottom
Details ad One
Details Two
Details Three