Image

মিরাজ-তাইজুল চট্টগ্রাম টেস্ট নিয়ে গেলেন পাঁচ দিনে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মিরাজ-তাইজুল চট্টগ্রাম টেস্ট নিয়ে গেলেন পাঁচ দিনে

মিরাজ-তাইজুল চট্টগ্রাম টেস্ট নিয়ে গেলেন পাঁচ দিনে

মিরাজ-তাইজুল চট্টগ্রাম টেস্ট নিয়ে গেলেন পাঁচ দিনে

চট্টগ্রাম টেস্টে ব্যাটে-বলে বাজে পারফরম্যান্সে বিব্রতকর পরাজয়ের সামনে বাংলাদেশ। ৫১১ রানের অসম্ভব লক্ষ্যে বাংলাদেশকে গড়তে হতো রেকর্ড। যেখানে টাইগারদের ২১৫ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই। তবে আজকের দিনে বাংলাদেশ অবশ্য একটি জায়গায় পেতে পারে স্বস্তি, টানা পাঁচ ইনিংসে দুইশো রানের নিচে অলআউট হওয়া দলটি আজ কেবল ৬ উইকেট হারিয়েই টপকে যায় ২০০। কাল টেস্টের শেষ দিনে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে, বিশাল রানের বোঝার সঙ্গে উইকেটের চ্যালেঞ্জ।

বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৬৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছে। এই ম্যাচ জিততে বা ড্র করতে হলে বাংলাদেশকে পঞ্চম দিনে পাড়ি দিতে হবে কঠিন পথ। ম্যাচ জিততে হলে বাংলাদেশকে গড়তে হবে বিশ্ব রেকর্ড, রান বাকি আর ২৪৩। ড্র করতে হলে খেলতে হবে পুরো এক দিন। যেখানে হাতে বাকি কেবল ৩ উইকেট।

বাংলাদেশের সামনে ৫১১ রানের টার্গেট। ম্যাচ জিততে হলে বাংলাদেশকে গড়তে হবে বিশ্ব রেকর্ড। ড্র করতে হলে খেলতে হবে প্রায় দুইদিন। এমন সমীকরণের ম্যাচে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ৩৪ ওভার খেলতেই টাইগাররা হারিয়ে বসে চার ব্যাটারকে। সেশনের একদম শেষ ওভারে মুমিনুল হক আউট হয়ে দলের বিপদ আরও বাড়িয়ে দিয়ে যান। এর আগেই টেস্ট ক্যারিয়ারের ১৮ তম অর্ধশতকের দেখা পান এই অভিজ্ঞ ব্যাটার।

বড্ড হতাশার লাঞ্চ বিরতি থেকে ফিরে এসে দাপট দেখান সাকিব আল হাসান আর লিটন কুমার দাস। এই দুইয়ের জুটিতে রীতিমতো স্বস্তি ফিরে আসে টাইগার শিবিরে। প্রথম ইনিংসে ব্যর্থ হওয়া সাকিব এই ইনিংসে বেশ দেখে-শুনেই খেলতে থাকেন লঙ্কান বোলারদের। কিন্তু হঠাৎই সাকিবকে বিপাকে ফেলেন আনকোরা কামিন্দু মেন্ডিস। সাকিবকে ফিরিয়েই কামিন্দু দখলে নেন নিজের প্রথম টেস্ট উইকেট।

৬১ রানের পার্টনারশিপ ভাঙে সাকিবের বিদায়ে। ৩৬ রানে থাকা সাকিবকে বেশ হতাশা নিয়েই ফিরে যেতে হয় প্যাভিলিয়নে। সাকিবের বিদায়ের পরও দারুণ খেলতে থাকেন লিটন দাস। কিন্তু মুহূর্তেই যেন ছন্দপতন, সেই পুরানো রোগ। অফ স্টাম্পের অনেক বাইরে দিয়ে যাওয়া বল পুল করতে গিয়ে ব্যর্থ লিটন, উইকেটকিপারের গ্লাভসে হয়েছেন ক্যাচ। ৭২ বল খেলে ৩৮ করে ফিরলেন লিটন, বাংলাদেশের ষষ্ঠ উইকেটের পতন।

সাকিবকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট পাওয়া কামিন্দু দ্বিতীয় উইকেট শিকার করতে খুব বেশি সময় নেননি। এবার তার শিকার ১৫ রানে থাকা শাহাদাত হোসেন দিপু। নতুন ব্যাটার তাইজুল ইসলামের বাউন্ডারিতে বাংলাদেশ রান পৌঁছায় ২৫০'এ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three