ক্যাচ ধরার সাফল্যের হারে ২০ দলের মধ্যে শীর্ষে বাংলাদেশ
ক্যাচ ধরার সাফল্যের হারে ২০ দলের মধ্যে শীর্ষে বাংলাদেশ
ক্যাচ ধরার সাফল্যের হারে ২০ দলের মধ্যে শীর্ষে বাংলাদেশ
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ বাংলাদেশ এখন অব্দি তাঁদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সেরা সাফল্যের দেখা পেয়েছে। মূল পর্বে প্রথমবার টাইগাররা জিতেছে ৩ টি ম্যাচ, নিশ্চিত করেছে সুপার এইটে খেলা। এই সাফল্যে বড় ভূমিকা রেখেছে টাইগারদের ফিল্ডিং।
চলতি টুর্নামেন্টে ৪০ ম্যাচ ইতোমধ্যে মাঠে গড়িয়েছে। গ্রুপ পর্বের সব ম্যাচ শেষে ক্যাচ ধরার সাফল্যের হারে সবচেয়ে এগিয়ে যৌথভাবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস।
আইসিসির অফিশিয়াল ডাটা পার্টনার স্ট্যাটস পারফর্ম এর দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ এই টুর্নামেন্টে ২১ টি ক্যাচের মধ্যে ২০ টিই ধরেছে, ছেড়েছে কেবল ১টি। নেদারল্যান্ডস ও তাই।
বাংলাদেশ ও নেদারল্যান্ডস ছাড়া ৯০ এর বেশি ক্যাচ ধরার সাফল্যের হার কেবল ওয়েস্ট ইন্ডিজের (৯১.৩%)। ২৩ টি ক্যাচের মধ্যে ২১ টি ধরেছে তাঁরা, ছেড়েছে ২ টি।
সবচেয়ে বেশি ৮ টি ক্যাচ ছেড়েছে অস্ট্রেলিয়ার ফিল্ডাররা। ৭ টি করে ক্যাচ ছেড়েছে পাকিস্তান ও ওমানের ফিল্ডাররা। ৬ টি ক্যাচ ছেড়েছে ভারতের ফিল্ডাররা, নেপালের ফিল্ডাররা ছেড়েছে ৫ টি ক্যাচ। সমান ৪ টি করে ক্যাচ ছেড়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, স্কটল্যান্ডের ফিল্ডাররা। ৩ টি করে ছেড়েছে ইংল্যান্ড, উগান্ডা, কানাডা, পাপুয়া নিউগিনির ফিল্ডাররা। ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও ২ টি করে ছেড়েছে আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, নামিবিয়া, যুক্তরাষ্ট্র।
এখন অব্দি ক্যাচ ধরার সাফল্যের হার-
১. বাংলাদেশ- ৯৫.২%
নেদারল্যান্ডস- ৯৫.২%
৩. ওয়েস্ট ইন্ডিজ- ৯১.৩%
৪. আয়ারল্যান্ড- ৮৮.২%
৫. শ্রীলঙ্কা- ৮৫.৭%
৬. নামিবিয়া- ৮৪.৬%
৭. দক্ষিণ আফ্রিকা- ৮৪%
৮. যুক্তরাষ্ট্র- ৮৩.৩%
৯. নিউজিল্যান্ড- ৮১.৮%
১০. আফগানিস্তান- ৮০%
১১. ইংল্যান্ড- ৭৮.৬%
উগান্ডা- ৭৮.৬%
১৩. স্কটল্যান্ড- ৭৭.৮%
১৪. কানাডা- ৭৬.৯%
১৫. পাপুয়া নিউগিনি- ৭৫%
১৬. পাকিস্তান- ৭৪.১%
১৭. অস্ট্রেলিয়া- ৭৩.৩%
১৮. ভারত- ৭২.৭%
১৯. নেপাল- ৬৬.৭%
২০. ওমান- ৫৮.৮%।