ভারতের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, এক আনক্যাপড
- 1
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
- 2
প্রথম বলেই সাকিবের ৬, এরপর ডট দিয়ে আউট
- 3
তামিমকে টপকে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কা মাহমুদউল্লাহর
- 4
পাকিস্তান সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ওয়ানডে দল ঘোষণা
- 5
নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে ম্যাথু পটসকে ডাকল ইংল্যান্ড
ভারতের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, এক আনক্যাপড
ভারতের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, এক আনক্যাপড
ভারত নারী দলের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ নারী দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
স্কোয়াডে একমাত্র আনক্যাপড ক্রিকেটার হিসাবে আছেন ১৫ বছর বয়সী ডানহাতি পেসার হাবিবা ইসলাম পিংকি।
২৩ এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছাবে হারমানপ্রীত কর, স্মৃতি মান্দানারা। সিরিজের সবকটি ম্যাচ হবে সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১ম, ২য় ও ৫ম ম্যাচ হবে। আউটার স্টেডিয়ামে হবে ৩য় ও ৪র্থ ম্যাচ। ৫ টি-টোয়েন্টি খেলে ১০ মে বাংলাদেশ ছাড়বে সফরকারীরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচগুলা হবে দিবারাত্রির, শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে। আউটারের ম্যাচগুলো শুরু হবে বেলা ২ টা থেকে।
বাংলাদেশ নারী দলের স্কোয়াডঃ
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন, দিলারা আক্তার, রুবিয়া হায়দার ঝিলিক, হাবিবা ইসলাম পিংকি।
স্ট্যান্ডবাইঃ সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি।
ভারত নারী দলঃ
হারমানপ্রীত কর (অধিনায়ক), স্মৃতি মান্দানা (সহ অধিনায়ক), শেফালি ভার্মা, দায়ালান হেমলতা, সাজানা সাজিভান, রিচা ঘোষ (উইকেটকিপার), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), রাধা যাদব, দিপ্তী শর্মা, পুজা বস্ত্রকার, আমানজোত কর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইসহাক, আশা সোবহানা, রেনুকা সিং ঠাকুর, তিতাস সান্ধু।
ভারত নারী দলের বাংলাদেশ সফরের সূচিঃ
২৩ এপ্রিল- বাংলাদেশে পৌঁছাবে ভারতীয় নারী দল
১ম টি-টোয়েন্টি- ২৮ এপ্রিল, ৬ঃ৩০, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
২য় টি-টোয়েন্টি- ৩০ এপ্রিল, ৬ঃ৩০, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
৩য় টি-টোয়েন্টি- ২ মে, ২ টা, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আউটার
৪র্থ টি-টোয়েন্টি- ৬ মে, ২ টা, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আউটার
৫ম টি-টোয়েন্টি- ৯ মে, ৬ঃ৩০, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
১০ মে- ভারত নারী দল বাংলাদেশ ছাড়বে।