Image

অতীত ভুলে আফগানিস্তান সিরিজে ভালো করতে চান জাকির

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 22 মিনিট আগে
অতীত ভুলে আফগানিস্তান সিরিজে ভালো করতে চান জাকির

অতীত ভুলে আফগানিস্তান সিরিজে ভালো করতে চান জাকির

অতীত ভুলে আফগানিস্তান সিরিজে ভালো করতে চান জাকির

 দীর্ঘ আট মাস পর ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ, শারজায় টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। ওয়ানডে সিরিজ খেলতে গতকাল দেশ ছেড়েছে বাংলাদেশ দলের বাকি অংশ। নিজেদের লক্ষ্য নিয়ে কথা বলেছেন জাকির হাসান, টপ অর্ডারের অতীতের ব্যর্থতা নিয়ে ভাবতে চান না। জাকিরও আফগানিস্তানের বোলিংয়ের প্রশংসা করলেন। তবে ভেন্যু শারজাহ বলে ভালো ক্রিকেট খেলতে আশাবাদী তিনি।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আয়োজক আফগানিস্তান হলেও সিরিজটি খেলা হবে নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতের শারজাহ। আসন্ন এই সিরিজ নিয়ে যা ভাবছেন ওপেনার জাকির হাসান, ‘চ্যালেঞ্জ অবশ্যই আছে। কিন্তু আমার মনে হয় খুব ভালো একটা সিরিজ হবে। আমি যতটুকু জানি, শারজার উইকেট খুব ভালো হয়। আশা করি, ভালো একটা সিরিজ হবে।’

টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় গেল দুই সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা পেতে হয়েছে বাংলাদেশ। এবার ফরম্যাট ভিন্ন হলেও চিন্তা সেই টপ অর্ডার নিয়েই। নিজেদের ভুল মেনে নিয়ে জাকির হাসান বলেন, ‘এটা সত্যি যে আমরা ভালো শুরু দিতে পারছি না। টেস্টে যেমন কয়েকটি ম্যাচেই আমরা ওপেনাররা ভালো করতে পারিনি। এ জন্য আমরা ভুগেছি।’

তবে অতীত ভুলে সামনে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও শোনা গেল জাকিরের কণ্ঠেই, ‘আমাদের ওটা নিয়ে পড়ে থাকলে হবে না। যেহেতু খুব দ্রুত সিরিজগুলো আসছে, পরের সিরিজেই আমরা সবাই চেষ্টা করছি আগের সিরিজের ভুলগুলো কোথায় তা খুঁজে বের করতে। সেগুলো কাটিয়ে উঠে সব সিরিজেই ওপেনিং বা টপ অর্ডার থেকে ভালো জুটি গড়ার চেষ্টা থাকবে, যেন মিডল অর্ডারের কাজটা আরও সহজ হয়।’

আফগানিস্তানের শক্তিশালী বোলিং অ্যাটাকের প্রশংসা করে জাকির বললেন, ‘ওরা বোলিংয়ে অনেক উন্নতি করেছে। বেশ শক্ত প্রতিপক্ষ। তবে ওদের কী শক্তি আছে, ওটা নিয়ে চিন্তা করার চেয়ে আমাদের শক্তির জায়গা কোনটা, তা নিয়ে ভাবা ভালো।’

সূচি অনুযায়ী সিরিজের প্রথম ওয়ানডেটি খেলা হবে ৬ নভেম্বর। দুই দিন বিরতি দিয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুই দল মুখোমুখি হবে ৯ নভেম্বর। আর তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি ১১ নভেম্বর।

Details Bottom
Details ad One
Details Two
Details Three