Image

বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা

বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা

বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা

২০২৪ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপে চতুর্থবারের মতো দলকে নেতৃত্ব দেবেন হিদার নাইট। ফ্রেয়া কেম্প, বেস হিথ, ড্যানিয়েল গিবসন প্রথম বিশ্বকাপের জন্য নির্বাচিত হয়েছেন।

ইসিবির ঘোষিত টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের মোট ১২ ক্রিকেটার দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপে ইংল্যান্ড দলে ছিলেন। লরেন উইনফিল্ড-হিল, কেট ক্রস এবং ক্যাথরিন সাইভার-ব্রান্ট এবারের বিশ্বকাপে নেই। 

উইকেটরক্ষক-ব্যাটার বেস হিথ, অলরাউন্ডার ফ্রেয়া কেম্প এবং ড্যানিয়েল গিবসন প্রথমবারের মতো ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ সেটআপের অংশ হবেন। গিবসন অবশ্য ২০২৩ সালের বিশ্বকাপে দলের সাথে ছিলেন কিন্তু ভ্রমণ রিজার্ভ হিসাবে।

হিদার নাইট চতুর্থবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন। তবে পেসার লরেন ফিলার বিশ্বকাপ দলে জায়গা পাননি। 

গ্রুপ বি-তে থাকা ইংল্যান্ড ৫ অক্টোবর বাংলাদেশের মুখোমুখি হবে। পাঁচ দিনের বিরতির আগে ৭ অক্টোবর তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে। গ্রুপ পর্বে ইংল্যান্ডের শেষ দুই অ্যাসাইনমেন্ট স্কটল্যান্ড (১৩ অক্টোবর) এবং ওয়েস্ট ইন্ডিজের (১৫ অক্টোবর) বিরুদ্ধে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ড স্কোয়াড: হিদার নাইট (অধিনায়ক), লরেন বেল, মাইয়া বাউচিয়ার, অ্যালিস ক্যাপসি, চার্লি ডিন, সোফিয়া ডাঙ্কলি, সোফি একলেস্টোন, ড্যানিয়েল গিবসন, সারাহ গ্লেন, বেস হিথ, অ্যামি জোন্স, ফ্রেয়া কেম্প, ন্যাট সাইভার-ব্রান্ট, লিন্সে স্মিথ, ড্যানি ওয়াট। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three