ইমার্জিং এশিয়া কাপে ভারতের অধিনায়ক তিলক বার্মা
-
1
প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২২ রানে হারাল পাকিস্তান
-
2
বিশ্বকাপের আম্পায়ার তালিকায় বাংলাদেশ থেকে আছেন যারা
-
3
মুহাম্মদ ওয়াসীমের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে সংযুক্ত আরব আমিরাত
-
4
লর্ডসের এমসিসি লাইব্রেরিতে যুক্ত হলো বাংলাদেশের টেস্ট ক্রিকেটের স্মারক প্রকাশনা
-
5
বিসিবি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি ভিত্তিহীন, অপপ্রচারে আইনি পথে বোর্ড
ইমার্জিং এশিয়া কাপে ভারতের অধিনায়ক তিলক বার্মা
ইমার্জিং এশিয়া কাপে ভারতের অধিনায়ক তিলক বার্মা
আসন্ন ইমার্জিং এশিয়াকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। তিলক বার্মা ইমার্জিং এশিয়া কাপে ভারত ‘এ’-দলের নেতৃত্ব দেবেন। টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১৮ অক্টোবর থেকে।
১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন আইপিএল মাতানো ও জাতীয় দলে খেলা অভিষেক শর্মা। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইমার্জিং এশিয়া কাপে খেলবেন তিনি।
তাছাড়া ইর্মাজিং কাপের দলে আরো রয়েছে ব্যাটার আইয়ুশ বাদোনি, অলরাউন্ডার নিশান্ত সিন্ধু, বিগ হিটার নেহাল ওয়াধেরা। বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন ফাস্ট বোলার বৈভব অরোরা, আরো আছেন তরুণ পেসার রাসিখ সালাম।
স্পিন আক্রমণে আছেন রাহুল চাহার, আর সাই কিশোর। ইমার্জিং এশিয়া কাপে ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে ১৯ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে।
ইমার্জিং এশিয়া কাপের ষষ্ঠ আসরে আটটি দলকে চারটি করে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ 'এ' তে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। গ্রুপ 'বি' তে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ ও হংকং। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর।
ইমার্জিং এশিয়া কাপে ভারত দল: তিলক বার্মা (অধিনায়ক), অভিষেক শর্মা, আইয়ুশ বাদোনি, নিশান্ত সিন্ধু, রমনদ্বীপ সিং, অনুজ রাওয়াত, প্রভসিমরান সিং, নেহাল ওয়াধেরা, আনশুল কাম্বোজ, হৃতিক শোকিন, আকিব খান, বৈভব অরোরা, রাসিখ সালাম, সাই কিশোর, রাহুল চাহার।
