Image

মুশতাক লং টার্মের জন্য বাংলাদেশে, হাথুরুসিংহেকে নিয়ে নেই ধোঁয়াশা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 8 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মুশতাক লং টার্মের জন্য বাংলাদেশে, হাথুরুসিংহেকে নিয়ে নেই ধোঁয়াশা

মুশতাক লং টার্মের জন্য বাংলাদেশে, হাথুরুসিংহেকে নিয়ে নেই ধোঁয়াশা

মুশতাক লং টার্মের জন্য বাংলাদেশে, হাথুরুসিংহেকে নিয়ে নেই ধোঁয়াশা

চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ ফিরবেন কি না, এমন এক গুঞ্জন শোনা যাচ্ছিল কিছুদিন আগে। কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। যদিও সে ধোঁয়াশা কীভাবে হয়েছে, তা উল্টো প্রশ্ন করে জানতে চাইলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। এদিকে মঙ্গলবার (১৬ এপ্রিল) নিশ্চিত হয়েছে, বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ। 

হাথুরুসিংহেকে নিয়ে ওঠা প্রশ্ন শুরুতেই পরিস্কার করেছেন জনাব জালাল। তিনি বলতে চাইলেন, বিসিবি থেকে কোনো বিবৃতি যায়নি বা কেউ এমন কোনো কথা বলেনি যে, হাথুরুসিংহে আসছেন না। তাই এমন কোনো প্রশ্নের অবকাশ নেই, “আমাদের কাছে কোনো ধোঁয়াশা নেই। ধোঁয়াশাটা কেন? ধোঁয়াশাটা আমাদের কাছে না। আমরা কি কোনো বিবৃতি দিয়েছি? ধোঁয়াশা কোথায়? এটা ছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে বলেন। আমাদের কোনো ধোঁয়াশা নাই।”

 

এরপর বাংলাদেশ দলের প্রধান কোচ আসার এবং নতুন স্পিন বোলিং কোচ আসার তারিখ জানিয়েন দেন এই কর্মকর্তা, “আমাদের প্রধান কোচ আসবেন ২১ তারিখ রাত্রে বেলা, বেশিরভাগ কোচ ২২-২৩ তারিখের মধ্যে এভেলেবল। ইতোমধ্যেই স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ এখানে আছেন। জিম্বাবুয়ে সিরিজের আগে আমাদের নতুন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের আসার কথা। আশা করি জিম্বাবুয়ে সিরিজের আগেই চলে আসবেন। বাকি যারা আছে তারাও ২৩ এপ্রিলের আগে চলে আসবে।” 

মুশতাক পাকিস্তানের শীর্ষস্থানীয় কোচদের মধ্যে একজন। খেলোয়াড়ি জীবনটাও পার করেছেন দারুণ ছন্দে। কোচ হিসেবেও শিষ্যদের দিতে পারেন খুব ভালো জ্ঞান ও পরামর্শ। তার কাছ থেকে অনেক কিছুই নেওয়ার থাকবে বাংলাদেশের স্পিনারদের। জনাব জালাল জানালেন, আসন্ন জিম্বাবুয়ে সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখেই আপাতত আনা হচ্ছে তাকে। তবে আলাপ আলোচনার মাধ্যমে এই মেয়াদ আরো বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন তারা।

বিসিবির এই শীর্ষ কর্মকর্তা বলেন, “মুশতাক আহমেদের পর্যায়ের একজন লেগ স্পিনার যদি বাংলাদেশে আসে, আপনারা জানেন যে আমরা ডানহাতি লেগ স্পিনারের ঘাটতি দেখছি, তাহলে রিশাদ ছাড়াও অন্য দুয়েকজন সম্ভাবনাময়ী লেগ স্পিনারদের জন্য বড় একটা সাপোর্ট হবে। মুশতাক আহমেদের যে বিপুল জ্ঞান, সেটা তাদের সাথে ভাগ করে নিলে বিরাট ব্যাপার হবে।”

শুধু বাংলাদেশ জাতীয় দল নয়, জাতীয় দলের বাইরেও বিসিবি চিন্তা করবে বলে জানা যায়, “আমরা চাইব মুশতাক আহমেদ থাকা অবস্থায় দেশের আনাচে-কানাচে যদি ভালো লেগ স্পিনার থাকে এবং যারা এক্সপোজার পায়নি, তাদের জন্য ট্যালেন্ট হান্ট (স্পিনার হান্ট) করতে পারি সেটা ক্রিকেটের জন্য ভালো হবে, লেগ স্পিনের ভবিষ্যতের জন্য ভালো হবে।” 

Details Bottom