Image

আফ্রিদি-টাকারের সঙ্গে মাসসেরার লড়াইয়ে মতি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আফ্রিদি-টাকারের সঙ্গে মাসসেরার লড়াইয়ে মতি

আফ্রিদি-টাকারের সঙ্গে মাসসেরার লড়াইয়ে মতি

আফ্রিদি-টাকারের সঙ্গে মাসসেরার লড়াইয়ে মতি

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মে মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে মনোনয়ন পেয়েছেন শাহীন শাহ আফ্রিদি। পাকিস্তানের এই তারকা পেসারের পাশাপাশি এই তালিকাতে মনোনয়ন পেয়েছেন গুদাকেশ মতি এবং লরকান টাকার। 

মে মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। শাহীন শাহ আফ্রিদি, গুদাকেশ মতি, লরকান টাকার; এই তিন জনের একজনই হবেন মে মাসের আইসিসির সেরা খেলোয়াড়ের খেতাব। এবার অপেক্ষা কে হচ্ছেন 'প্লেয়ার অব দ্য মান্থ'।

২০২৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের ত্রয়ী স্পিনারদের একজন গুদাকেশ মতি। যিনি গত মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ে দারুণ বোলিংয়ে অবদান রাখেন। মতি ৮.৫ গড়ে আট উইকেট নিয়ে মে মাস শেষ করেছেন।

পাকিস্তানের অন্যতম বাঁ-হাতি পেসার শাহীন শাহ আফ্রিদি মে মাসে ১৪.৫ গড়ে ১০ টি উইকেট নিয়েছিলেন। আফ্রিদি তার দলের আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরের সময় রীতিমতো ভয়ংকর রূপ নেন। 

সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া আইরিশ উইকেটকিপার ব্যাটার লরকান টাকার গত মাসে সব মিলিয়ে ছয় ইনিংসে ৩৭.৮৩ গড়ে ২২৭ রান করেছেন। পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচে আউট হয়েছেন কেবল ৪ রানে, কিন্তু পরের দুই টি-টোয়েন্টিতে ছড়ালেন আলো। ৫১ ও ৭৩ রানের ইনিংস খেলছেন। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে ৪০ ও স্কটল্যান্ডের বিপক্ষে ৫৫ রানের অনবদ্য এক ইনিংস খেলেন। আর তাতেই লরকান টাকারের নাম শর্টলিস্টে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three