Image

চিপকে মুস্তাফিজ শো, আইপিএলে ক্যারিয়ার সেরা বোলিং

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
চিপকে মুস্তাফিজ শো, আইপিএলে ক্যারিয়ার সেরা বোলিং

চিপকে মুস্তাফিজ শো, আইপিএলে ক্যারিয়ার সেরা বোলিং

চিপকে মুস্তাফিজ শো, আইপিএলে ক্যারিয়ার সেরা বোলিং

আইপিএলে এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান। আইপিএলে নিজের পঞ্চম ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের হয়ে এবার আইপিএলে দ্য ফিজ। 

চিপকের এম চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাইয়ের হয়ে নিজের খেলা প্রথম ম্যাচেই বাজিমাত করলেন কাটার মাস্টার খ্যাত এই বাংলাদেশি পেসার। দারুণ বোলিং করে দেখা পেয়েছেন আইপিএলে নিজের ক্যারিয়ার সেরা বোলিং ফিগারের। 

 

Career best in IPL for Mustafizur Rahman#IPL #IPL2024 pic.twitter.com/glXRYrFUMC

— Cricket97 (@cricket97bd) March 22, 2024

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ইনিংসের ৫ম ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজুর রহমান। দারুণ পেসে বোলি ং শুরু করে প্রথম বল ডট দিলেও দ্বিতীয় বলে বাউন্ডারি হজম করেন। ৩য় বলটা স্লোয়ার, ব্যাঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসিস ক্যাচ তুলে দেন, যা দারুণ দক্ষতায় তালুবন্দি করেন রাচিন রবীন্দ্র। 

মুস্তাফিজ থামেননি তাতেই। ওভারের পরে দুই বল ডট আদায় করে শেষ বলে রজত পাতিদারকে উইকেটের পেছনে মাহেন্দ্র সিং ধোনির ক্যাচ বানান। 

অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় মুস্তাফিজকে আবার বোলিংয়ে আনেন ১২ তম ওভারে। এই ওভারে বাংলাদেশের এই তারকা পেসার যেনো আরও ক্ষুরধার। দ্বিতীয় বলেই ভিরাট কোহলিকে ফেরান। কোহলিকে সাজঘরে পাঠাতে বাউন্ডারির পাশ থেকে রিলে ক্যাচ নেন আজিঙ্কা রাহানে ও রাচিন রবীন্দ্র মিলে। 

একবল বাদে মুস্তাফিজ করলেন ড্রিম ডেলিভারি। আউটসাইড লেগে পিচ করে ফিজের কাটার ডেলিভারি আঘাত হানে স্টাম্পে। ক্যামেরুন গ্রিন বোকা বনে ফিরে যান সাজঘরে। 

ততক্ষণে আইপিএলে নিজের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার নিশ্চিত করে ফেলেন ফিজ। ১৭ তম ওভারে ফিরে নিজের ৩য় ওভারে কোন উইকেট না পেলেও দেন মাত্র ৭ রান। 

পেনাল্টিমেট ওভারে নিজের শেষ ওভার করতে এসে একটু খরুচে ছিলেন মুস্তাফিজ। কোন উইকেট না পাওয়া ফিজ ঐ ওভারে দেন ১৬ রান। ৪ ওভারে ২৯ রান খরচে ৪ উইকেট নিয়ে কোটা শেষ করেন তিনি। 

২০ ওভারে শেষমেশ ৬ উইকেটে ১৭৩ রান করে থামে ব্যাঙ্গালুরু। শেষ ৮ ওভারে তাঁরা তোলে ৯৮ রান। ৫০ বলে ৯৫ রানের জুটি গড়ে নিজেদেরকে ম্যাচে রাখেন দীনেশ কার্তিক ও অনুজ রাওয়াত। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three