অস্ট্রেলিয়াকে অঘটনের ভ'য় দেখালেন ওমান অধিনায়ক আকিব ইলিয়াস
অস্ট্রেলিয়াকে অঘটনের ভ'য় দেখালেন ওমান অধিনায়ক আকিব ইলিয়াস
অস্ট্রেলিয়াকে অঘটনের ভ'য় দেখালেন ওমান অধিনায়ক আকিব ইলিয়াস
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ নিজেদের প্রথম ম্যাচে প্রায় জয় পেয়েই গিয়েছিল ওমান। নামিবিয়ার বিপক্ষে ওমানের ম্যাচ গড়িয়েছিল সুপার ওভারে, যদিও সেখানে গিয়ে হারতে হয় আকিব ইলিয়াসের দলের।
আগামীকাল বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬ টায় হট ফেভারিট অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ওমান। বার্বাডোসের কেনসিংটন ওভালে অজিদের বিপক্ষে নিজেদের ভালো সুযোগ দেখছেন ইলিয়াস।
গায়ানায় স্লো উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে ভড়কে দিয়েছিল পাপুয়া নিউগিনি। অজিদেরও তেমন অবস্থার মধ্যে দিয়ে যেতে হতে পারে ওমানের বিপক্ষে ম্যাচে। আকিব ইলিয়াস অবশ্য ভাবছেন বিশ্বকাপের অঘটন হতে পারে। তাঁর এই ভাবনার পেছনের কারণও ব্যাখ্যা করেছেন তিনি।
পাকিস্তানে জন্ম নেওয়া, মাস্কাটে বেড়ে ওঠা আকিব ইলিয়াস বলেন, 'অস্ট্রেলিয়া দলে আগে ভালো টেকনিক সহ ব্যাটার ছিলেন- যেমন স্টিভ স্মিথ, মারনাস লাবুশেইন। তবে আমি মনে করি এখন তেমন নেই। তাঁরা শুধু বড় ছক্কা হাঁকাতে চায়।'
'তবে প্রতিটি দিন সমান যাবে না। নামিবিয়ার বিপক্ষে ম্যাচে আমরা যে উইকেট পেয়েছিলাম, সেই উইকেট যদি আবার পাই তাহলে সেটা অজিদের জন্য সমস্যার হবে।'
'যেমনটা আপনারা দেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজের জন্য পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচে জয় পাওয়া কঠিন হয়েছিল। দলে বিশ্বের অন্যতম সেরা হিটাররা থাকলেও তাঁদের লক্ষ্যে পৌঁছাতে কষ্ট হয়েছে।'
'স্লো উইকেটে ভালো মানের স্পিনার থাকলে আমাদের কেবল বড় হৃদয় নিয়ে ভালো জায়গায় বল করতে হবে। কারণ বল জানে না ব্যাটার কত বড় মাপের। যদি বল একটু ঘোরে বা নিচু হয় তাহলে ব্যাটার বিপাকে পড়বে।'
নামিবিয়ার বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে শুন্যহাতে ফিরলেও বল হাতে ৪ ওভারে মাত্র ১৭ রান খরচে ১ উইকেট নিয়েছিলেন আকিব ইলিয়াস। ১৫ টি ডট বল করেছিলেন, দিয়েছিলেন এক মেডেন ওভারও।