Image

বৃষ্টি আইনে বাংলাদেশকে হারাল অস্ট্রেলিয়া

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বৃষ্টি আইনে বাংলাদেশকে হারাল অস্ট্রেলিয়া

বৃষ্টি আইনে বাংলাদেশকে হারাল অস্ট্রেলিয়া

বৃষ্টি আইনে বাংলাদেশকে হারাল অস্ট্রেলিয়া

বাংলাদেশের বিরুদ্ধে দাপুটে জয়ে সুপার এইট পর্ব শুরু করল অস্ট্রেলিয়া। ৫১ ডট বলের ইনিংসে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে করতে পারে কেবল ১৪০। এই রান যেন কিছুই মনে হয়নি অস্ট্রেলিয়ার দুই ওপেনারের কাছে। ওয়ার্নার-হেডের ওপেনিং জুটির দাপটে প্রথম ৬ ওভারেই অস্ট্রেলিয়ার রান ৫৯। এরপর ম্যাচটি দফায় দফায় বৃষ্টির বাধায় পড়েছে। যে কারণে শেষ পর্যন্ত নির্ধারিত ওভার পর্যন্ত যায়নি। তবে বৃষ্টি বাধার পরও ম্যাচ জিতল অস্ট্রেলিয়া।

বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার আগে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ১১.২ ওভারে ১০০ রান। তারা শেষের ৩০ রান করেছে মাত্র ১৪ বল খেলেই। মূলত বৃষ্টি শুরু হওয়ার আগেই ওয়ার্নার-ম্যাক্সওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের চেয়ে ডিএলএস মেথডে ২৮ রানে এগিয়ে ছিল অজিরা। শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় ওই ব্যবধানেই সুপার এইটে প্রথম জয়টি পেল মিচেল মার্শের দল।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া; আজ সুপার এইট মিশন শুরু করে একে অপরের বিপক্ষে। তবে স্টার্ক, জাম্পাদের সামনে স্বাচ্ছন্দ্যে খেলতে পারেনি টাইগার ব্যাটাররা। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া দল। ব্যাট করতে এসে আগের প্রতিদিনের মতো আজও ওপেনিংয়ে বিপর্যয়। শেষ পর্যন্ত টাইগারদের ইনিংসের সমাপ্তি ১৪০ রানে। 

সহজ লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই মারমুখী রূপে দুই অজি ওপেনার। বাংলাদেশ যেখানে পাওয়ার প্লেতে রান পেয়েছিল ৩৯, অস্ট্রেলিয়া কোন উইকেট না হারিয়ে তুলেছেন ৫৯। ৬০ বলে ৫৯ রান, অর্থাৎ ম্যাচ জিততে বাকি ৮৪ বলে তাদের করতে হত বলের চেয়েও কম ৮২ রান। ডেভিড ওয়ার্নার আর ট্রাভিস হেড রীতিমতো তান্ডব বইয়ে দেন। 

বাংলাদেশ অবশেষে ব্রেকথ্রু পায় রিশাদ হোসেনের হাতে। রিশাদের এক ওভারের মাঝেই কয়েক দফায় বৃষ্টির হানা। এরপর ম্যাচ শুরু হতেই বোল্ড করেন ৩১ রানে থাকা ট্রাভিস হেডকে। এখানেই ক্ষান্ত হননি রিশাদ। নিজের পরের ওভারে এসে লেগ বিফোরের ফাঁদে ফেলেন অজি অধিনায়ক মিচেল মার্শকে। রিভিউ নিয়েও উইকেট বাঁচাতে পারেননি মার্শ, প্যাভিলিয়নে ফিরে গেছেন ৬ বলে ১ রান নিয়ে। 

তবে থামানো যায়নি ডেভিড ওয়ার্নারকে। ইনিংসের ১২তম ওভারের প্রথম ডেলিভারিতেই তাসকিনকে হাঁকান ৬, আর তাতেই ৩৪ বলে ওয়ার্নারের পঞ্চাশ পূর্ণ। পরের বলে দৌড়ে ১ নিলে অস্ট্রেলিয়ার সংগ্রহ পৌঁছায় একশোতে। তখন ফের বৃষ্টি অ্যান্টিগাতে।

Details Bottom