Image

ভারতের বিশ্বকাপ স্কোয়াডে পান্টকে চান স্টুয়ার্ট ব্রড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ভারতের বিশ্বকাপ স্কোয়াডে পান্টকে চান স্টুয়ার্ট ব্রড

ভারতের বিশ্বকাপ স্কোয়াডে পান্টকে চান স্টুয়ার্ট ব্রড

ভারতের বিশ্বকাপ স্কোয়াডে পান্টকে চান স্টুয়ার্ট ব্রড

সাবেক ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রডের চাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় স্কোয়াডে যাতে রিশাব পান্টকে বিবেচনা করা হয়। যদিও পান্টের দুর্ঘটনা থেকে ফেরা ও তাকে নিয়ে যে উদ্দীপনা– তাতে এ ব্যাপারে খুব বেশি শঙ্কা থাকার কথা নয়। তবে এবারের আইপিএলে ভারতীয় অনেক ক্রিকেটাররা আশা জাগানিয়া পারফর্ম করছেন। ফলে স্কোয়াড সাজানোতে কিছুটা দ্বিধায় পড়তে হতে পারে নির্বাচকদের। 

ব্রড চাচ্ছেন পান্ট যাতে ভারতীয় স্কোয়াডে থাকেন। আইপিএলের চলতি মৌসুমে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন পান্ট। সামনে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের স্কোয়াড এখনো অনুমান করা যাচ্ছে না সেভাবে। স্থানীয় অনেক ক্রিকেটাররা যে ধরনের পারফর্ম করছেন, তাতে কিছু নিয়মিত দেখার বাইরেও বেশ খানিকটা পরিবর্তন ঘটতে পারে। 

এ ব্যাপারে সাবেক ইংলিশ পেসার ব্রড বলেন, “ভারতীয় দলের নির্বাচন প্রক্রিয়া নিয়ে কিছুটা আলোচনা ভাসছে বাতাসে। এই দলে কিছু খেলোয়াড় এখনো অপেক্ষায় আছে। রিশাব পান্ট এমন একজন যাকে নিয়ে নানা আলোচনা হওয়ার সুযোগ আছে। কেকেআর এর সাথে ম্যাচে একটা শট দেখেছিলাম, নো-লুক ফ্লিক ডি স্কয়ার লেগের উপর দিয়ে ছয় হয়েছিল। যে মুহূর্তে সে এই শট খেলল, আমি ভেবেছিলাম সে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকছে। সে প্রস্তুত আছে, সে ভালোভাবেই যাবে।”

ভারতের মিডল অর্ডারে ব্যাটারদের নিয়ে কিছু কাঁটাছেড়া হতে পারে। যেখানে অনেকেই ভালো করছেন আইপিএলে। এরমধ্যে শিভাম দুবে, রিয়ান পরাগদের নাম ভাসছে। ব্রড বলেন, “সে অনেকদিন ধরেই খেলার বাইরে ছিল। সে অধিনায়ক, সে উইকেটরক্ষক। সে ৩, ৪, ৫ নম্বরে ব্যাট করতে পারে।”

খুব সম্প্রতি অবসরে যাওয়া ইংলিশ পেসার যোগ করেন, যদি তিনি নির্বাচক হতেন, তবে ব্রড তার টি-টোয়েন্টি দলে অবশ্যই থাকত।
 

Details Bottom