Image

ড্রেসিংরুমে কোহলি-রোহিতকে দেখে নিজেকে অনুপ্রাণিত করেন আকাশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ড্রেসিংরুমে কোহলি-রোহিতকে দেখে নিজেকে অনুপ্রাণিত করেন আকাশ

ড্রেসিংরুমে কোহলি-রোহিতকে দেখে নিজেকে অনুপ্রাণিত করেন আকাশ

ড্রেসিংরুমে কোহলি-রোহিতকে দেখে নিজেকে অনুপ্রাণিত করেন আকাশ

চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় পেসার আকাশ দ্বীপের। এই কারণে বাংলাদেশ সিরিজেরও জায়গা পেয়েছেন দলে। রোহিত শর্মা, ভিরাট কোহলিদের মত তারকাদের সাথে ড্রেসিংরুম শেয়ার করে অনুপ্রাণিত হচ্ছেন তরুন এই পেসার।

বুধবার কানপুর টেস্টের আগে সংবাদসম্মেলনে কিংবদন্তী ক্রিকেটারদের সাথে ড্রেসিংরুম শেয়ার করার অনূভুতির কথা জানিয়ে আকাশ দ্বীপ বলেন, "আসলে যারাই এইটুকু পর্যন্ত আসতে পেরেছে সবাই কিংবদন্তি। বর্তমানে ভিরাট ভাই, রোহিত ভাইরা খেলছে। যেরকম পরিশ্রম করতে হয়, লেগে থাকতে হয় সেসব আমি সামনে থেকে দেখতে পারছি। এখানে ভালো রকমের নিবেদন এবং পরিশ্রম রয়েছে। আমি এসবই শিখছি। যে নিবেদন, পরিশ্রমের সাথে তারা অনুশীলন করে লেগে থাকে এসব শিখতে পারছি। তাদের চিন্তাভাবনা অন্য রকম। আমরা এসব দেখে আরও ভালো করার জন্য অনুপ্রাণিত হই আরও পরিশ্রম করার জন্য অনুপ্রাণিত হই।"

টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ভালো শুরুর পর ঘরোয়াতেও ভালো পারফরম্যান্স ধরে রেখেছেন এই পেসার। সামনে কীভাবে আগাতে চান এই প্রশ্নের উত্তরে তিনি বলেন,

"আসলে গত ২ বছর ধরে আমি অনেক ক্রিকেট খেলছি। আমি রঞ্জি ট্রফি, দলিপ ট্রফি, ইরানি ট্রফি অনেক জায়গাতেই খেলেছি। ইতোমধ্যে অনেক সময় ধরে ক্রিকেট খেলে ফেলেছি। আমার কাছে মনে হয় ক্রিকেটার হিসেবে নিজের অবস্থান সম্পর্কে নিজের কাছে পরিষ্কার ধারণা থাকা উচিত। কারণ কেউ যদি দলে সুযোগ পায় তাহলে যেন কনফিউজড না হয়ে যেতে হয়। যে আমি তো রঞ্জি ট্রফিতে এভাবে পারফর্ম করেছি এখন এখানে (জাতীয় দলে) এসে কীভাবে কী করব? আমার কাছে মনে হয়, আমি ভাবতে চাই যে আমার শক্তির জায়গা কী? আমি আমার বোলিংয়ে নতুন কী যোগ করতে পারি। ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে কাজ করতে চাই। এভাবেই সিম্পলভাবে খেলে যেতে চাই। বেশি চাপ দিতে চাই না নিজের উপর। ভাবতে চাই না যে আমি অস্ট্রেলিয়া যাব বা আরও বড় সিরিজ খেলব। আমি বর্তমানে থাকতে চাই সামনের ম্যাচ নিয়ে ভাবতে চাই।"

ভারতের পেস বোলিং ইউনিটে যুক্ত হওয়ার অনূভুতি প্রকাশ করে আকাশ বলেন, "আসলে ভারতের হয়ে খেলাটা ভারতের বাচ্চাদের স্বপ্ন। এটি গর্বের বিষয়। এর পাশাপাশি আমি দেখতে চেষ্টা করি আমার দায়িত্ব কী। যেন সময় আসলে দলে অবদান রাখতে পারি। গর্বের সাথে আমি নিজের দেশের হয়ে সেই দায়িত্ব পালন করতে চাই যা আমার আগে অনেক মানুষ করেছে দেশের হয়ে।"

রোহিত শর্মাকে অধিনায়ক হিসাবে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন আকাশ দ্বীপ। "আসলে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে ভাইয়ার অধীনে খেলতে পারার সুযোগ পেয়েছি। আমার মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল যে খেলব কিনা, পেসার না স্পিনার খেলাবে আরও কতকিছু ছিল। তবে মাঠে যখন আসলাম ভাইয়া সবকিছু এত সিম্পল রাখলেন যে আমি বুঝতেই পারছি না যে আমি ঘরোয়াতে খেলছি নাকি আন্তর্জাতিকে খেলছি। এমন একজন অধিনায়ককে পেয়ে আমি অনেক ভাগ্যবান।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three