পাকিস্তানের জন্য পছন্দের স্কোয়াড দিলেন হার্শা ভোগলে
-
1
প্রীতি ম্যাচে ভালো আম্পায়ার থাকায় মাঠে বেশী উত্তাপ দেখাবেন না শান্ত
-
2
তাসকিনই ভাঙুক আমার গতির রেকর্ড, ঢাকায় এসে প্রত্যাশা শোয়েব আখতারের
-
3
নিলামের আলো কাড়লেন মুস্তাফিজ, কেকেআরে রেকর্ড ৯.২০ কোটি
-
4
অ্যাশেজে টানা পরাজয়ের পর ইংল্যান্ডের একমাত্র পরিবর্তন, একাদশে জশ টাং
-
5
ভারতের কাছে সাত উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়ল দক্ষিণ আফ্রিকা
পাকিস্তানের জন্য পছন্দের স্কোয়াড দিলেন হার্শা ভোগলে
পাকিস্তানের জন্য পছন্দের স্কোয়াড দিলেন হার্শা ভোগলে
জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে তার পছন্দের পাকিস্তান স্কোয়াড নির্বাচন করেছেন। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, নিজ দেশ ভারতের স্কোয়াড জানিয়েছেন খুব সম্প্রতি। তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও’তে এবার পাকিস্তানের জন্যও ১৫ জন নাম ঠিক করলেন। অভিজ্ঞতা ও তরুণদের মিশেলে বেশ ভারসাম্যপূর্ণ এক দল নির্বাচন করেছেন হার্শা।
অধিনায়ক বাবর আজমের সাথে মোহাম্মদ রিজওয়ান আছেন হার্শার স্কোয়াডে স্বাভাবিকভাবেই। ব্যাটসম্যান হিসেবে দলে আছেন; সাইম আইয়ুব, ফখর জামান, উসমান খান, আজম খান। আজম খানের বড় শট খেলার প্রবণতা তাকে এই দলে রেখেছে। পাশাপাশি মিডল অর্ডারে ব্যাটারদের গভীরতা রাখার ক্ষেত্রেও কাজে দেবে।
অলরাউন্ডারদের দারুণ উপস্থিতি দেখা যায় হার্শার স্কোয়াডে। যেখানে ইফতিখার আহমেদ, শাদাব খান ও ইমাদ ওয়াসিমের নাম রয়েছে। তাঁরা সবাই ব্যাট ও বলে দারুণ পারদর্শী। ইমাদ তো অবসর ভেঙে ফিরলেন পিএসএলে ভালো পারফর্ম করার পর।
পেস বোলারদের মধ্যে স্কোয়াডে অবশ্যই দেখা যাবে শাহীন শাহ আফ্রিদিকে। এছাড়াও মোহাম্মদ আমির, নাসিম শাহ, হারিস রউফ ও জামান খান’কে রেখেছেন হার্শা। জামানের আছে ব্যাটিং করার সক্ষমতাও। এদিকে বিশেষায়িত স্পিনার হিসেবে লেগি আবরার আহমেদকে দলে রেখেন এই ক্রিকেট বিশ্লেষক।
হার্শা বলেন, “পাকিস্তান অনেক বৈচিত্র্যময় দল। তারা কম্বিনেশনের উপর নির্ভর করে নানা ধরনের উপায় খুঁজে বের করার চেষ্টা করবে।“
হার্শার পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, ফখর জামান, উসমান খান, আজম খান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ইমাদ ওয়াসিম, আবরার আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, হারিস রউফ, জামান খান।
