Image

রাওয়ালপিন্ডির সকালে সেরা সেশন বাংলাদেশের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
রাওয়ালপিন্ডির সকালে সেরা সেশন বাংলাদেশের

রাওয়ালপিন্ডির সকালে সেরা সেশন বাংলাদেশের

রাওয়ালপিন্ডির সকালে সেরা সেশন বাংলাদেশের

রাওয়ালপিন্ডিতে নতুন দিনে আরও এক সেশনে বাংলাদেশের আধিপত্য। লিটন দাসের সেঞ্চুরির পর হাসান মাহমুদ জোড়া উইকেট নিয়ে আগেরদিনই বাংলাদেশকে রাখেন চালকের আসনে। চতুর্থ দিনের শুরুটাও নিজেদের মতো করে সাজিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। যার পুরো কৃতিত্ব তরুণ পেসার নাহিদ রানার। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ১৭তম ওভারে রানা প্রথম বল হাতে নেন, এরপর একে-একে বিদায় করেন শান, বাবর ও শাকিলকে। তাতেই যেন ধ্বংসস্তূপে রূপ নেয় স্বাগতিকদের ব্যাটিং লাইন। 

রাওয়ালপিন্ডির সকালে সেরা সেশন বাংলাদেশের। সকালে বাংলাদেশকে প্রথমে উৎসবের উপলক্ষ এনে দেন তাসকিন আহমেদ। এরপর একাই তিন উইকেট নিয়ে পাকিস্তানকে চরম বিপাকে ফেলে দেন নাহিদ রানা। তার পেস আগুনে পুড়ে ছাই পাকিস্তানের তিন গুরুত্বপূর্ণ ব্যাটার, দলীয় ৮১ রানে হারায় ৬ষ্ঠ উইকেট। মধ্যাহ্নভোজের খাবারে তাই ভালো স্বাদ পাওয়ার কথা শান্তদের। 

পাকিস্তানকে যত দ্রুত সম্ভব অলআউট করতে পারলে লিডটা বেশি বড় হবে না। দ্বিতীয় সেশনে এ লক্ষ্য নিয়েই বল করতে হবে বাংলাদেশের বোলারদের। মধ্যাহ্নভোজ বিরতির আগে ৬ উইকেটে ১১৭ রান তুলেছে পাকিস্তান। হাতে ৪ উইকেট রেখে তাদের লিড ১২৯ রানের। রিজওয়ান অপরাজিত ৩৮ রানে, তার সঙ্গী হওয়া সালমান আগার ব্যাটে ৭। 

আগের দিন শেষ বিকালে পরপর দুই ওভারে হাসান মাহমুদের শিকার ওপেনার আবদুল্লাহ শফিক ও খুররম শাহজাদ। দিনের খেলা শেষ হওয়ার আগে পাকিস্তানের লিড ছিল ২১ রানের, হাতে বাকি ৮ উইকেট। আজ রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনের সকালের সেশনে তাসকিন আহমেদের পেসে বাংলাদেশের ব্রেকথ্রু। ২০ রানে থাকা পাক ওপেনার সাইম আইয়ুবকে ক্যাচ বানান শান্তর হাতে। 

এরপর নাহিদ রানাকে অ্যাকশনে এনেই অধিনায়ক শান্তর বাজিমাত। পরপর তিন ওভারে শান মাসুদ, বাবর আজম ও সৌদ শাকিলকে দেখিয়েছেন প্যাভিলিয়নের পথ। সকালের সেশনে রীতিমতো ভেলকি দেখিয়েছেন নাহিদ রানা। প্রথম ইনিংসে ৩১ রানের ইনিংস খেলা বাবর দ্বিতীয় ইনিংসে করতে পারেন কেবল ১১। 

রানার তোপের সামনে দলীয় ৮১ রানে ৬ উইকেট হারানো পাকিস্তান অবশ্য এরপর স্বস্তি ফিরে পায় মোহাম্মদ রিজওয়ান আর সালমান আগার ব্যাটে। দুজনেই সেশনের বাকি সময় আরও কোনো বিপদ ছাড়াই কাটিয়ে গেছেন। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three