Image

অঘটন, হতবাক; বিশ্বকাপে পাকিস্তানকে হারাল যুক্তরাষ্ট্র

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অঘটন, হতবাক; বিশ্বকাপে পাকিস্তানকে হারাল যুক্তরাষ্ট্র

অঘটন, হতবাক; বিশ্বকাপে পাকিস্তানকে হারাল যুক্তরাষ্ট্র

অঘটন, হতবাক; বিশ্বকাপে পাকিস্তানকে হারাল যুক্তরাষ্ট্র

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম অঘটন ঘটল পাকিস্তানের সঙ্গে। রোমাঞ্চের নানা অলিগলি পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচ নিয়ে গেল সুপার ওভারে। এরপর ১৯ রানের টার্গেট দিয়ে তারা পাকিস্তানকে দিল ৫ রানের লজ্জার পরাজয়। সুপার ওভারে জয়ের নায়ক সৌরভ নেত্রভালকার। পাকিস্তানের ড্রেসিংরুম শোকে পাথর। মুহূর্তের বাতাসে স্মরণীয় জয়ের আনন্দে ভাসতে থাকে মার্কিনরা।

মূল ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে যুক্তরাষ্ট্রের দরকার ছিল ১৫ রান। তারা করতে পারে ১৪। পাকিস্তানের ১৫৯ রানের জবাবে তাদের স্কোরও ১৫৯। সুপার ওভারে পাকিস্তান লড়াই জমাতেই পারেনি।

ম্যাচ শেষে পাক অধিনায়ক বাবর আজমই বলছিলেন, যুক্তরাষ্ট্রের খেলোয়াড়রা তিন বিভাগেই দেখিয়েছে দুর্দান্ত ফর্ম। শক্তিমত্তা আর অভিজ্ঞতার দিক বিচারে নব্য মার্কিনীদের চেয়ে অনেক বেশি ফেভারিট পাকিস্তান। অথচ যুক্তরাষ্ট্র-পাকিস্তানের এমন ম্যাচটা কিনা উপহার দিল জমাট প্রতিদ্বন্দ্বিতা! ঘটনাবহুল ম্যাচে বারবার মোড় বদলের নাটকীয় লড়াই শেষে অ্যারন জোন্স, মোনাক প্যাটেলদের মুখে জয়ের হাসি।

ডালাসে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ১৫৯ রানেই আটকে দিল স্বাগতিকরা। ম্যাচ গড়াল সুপার ওভারে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যা দ্বিতীয়। তবে সুপার ওভারের লড়াইয়ে আর পারেনি পাকিস্তান। যুক্তরাষ্ট্রের ১৮ রান তাড়া করতে নেমে এশিয়ার দলটি আটকে যায় ১৩ রানে।

পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচের ভাগ্য গড়াল শেষ ওভারে। হারিস রউফ, মোহাম্মদ আমিরের এলোমেলো বোলিং আর জোন্স-নিতিশের দারুণ ব্যাটিংয়ে ম্যাচ হলো ‘টাই’। শেষ বলে দরকার ছিল ৫ রান। হারিস রউফকে বাউন্ডারি হাঁকান নিতিশ কুমার, আর তাতেই ম্যাচ থামে সমতায়। 

সুপার ওভারে আমির বাউন্ডারি হজম করেন কেবল ১টি, তবে বল করেছেন ৯টি। মার্কিন যুক্তরাষ্ট্রের স্কোরবোর্ডে ১৮। এরপর পেসার সৌরভ নেত্রভালকারের দারুণ বোলিংয়ে পাকিস্তানের হৃদয় ভাঙল যুক্তরাষ্ট্র। লজ্জার পরাজয়ে শুরু হল তাদের বিশ্বকাপ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three