উগান্ডার ফ্র্যাঙ্ক সুবুগার বিশ্বকাপ রেকর্ড, মনে করালেন মাহমুদউল্লাহর যে কীর্তি
উগান্ডার ফ্র্যাঙ্ক সুবুগার বিশ্বকাপ রেকর্ড, মনে করালেন মাহমুদউল্লাহর যে কীর্তি
উগান্ডার ফ্র্যাঙ্ক সুবুগার বিশ্বকাপ রেকর্ড, মনে করালেন মাহমুদউল্লাহর যে কীর্তি
২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মিরপুরে আফগানিস্তানকে ৭২ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৪ ওভার বল করে কেবল ৮ রান খরচ করে ১ উইকেট নিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১০ বছর আগের সেই ম্যাচে মাহমুদউল্লাহর কীর্তির কথা মনে করালেন উগান্ডার ফ্র্যাঙ্ক সুবুগা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে উগান্ডা। পাপুয়া নিউগিনির বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে তাঁরা। সেই ম্যাচে রেকর্ড গড়া বোলিং ফিগারের দেখা পেয়েছেন ফ্র্যাঙ্ক সুবুগা।
৪৪ ছুঁইছুঁই ফ্র্যাঙ্ক সুবুগা ৪ ওভার বল করে ২ টিতেই মেডেন দিয়েছেন। ৪ রান খরচ করে নিয়েছেন ২ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ওভার বল করা বোলারদের মধ্যে সবচেয়ে কম রান হজম করা বোলার এখন তিনিই। যে রেকর্ড এই বিশ্বকাপেই নিজের করেছিলেন দক্ষিণ আফ্রিকার আনরিখ নরকিয়া।
এই রেকর্ডের তালিকায় ৪ নম্বরে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের পক্ষে অবশ্য তিনিই সবার উপরে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ওভারের স্পেলে সবচেয়ে কম রান দেওয়া বোলার-
১. ফ্র্যাঙ্ক সুবুগা (উগান্ডা)- ৪-২-৪-২, আজ
২. আনরিখ নরকিয়া (দক্ষিণ আফ্রিকা)- ৪-০-৭-৪, ২০২৪
৩. অজন্তা মেন্ডিস (শ্রীলঙ্কা)- ৪-২-৮-৬, ২০১২
৪. মাহমুদউল্লাহ রিয়াদ (বাংলাদেশ)- ৪-১-৮-১, ২০১৪
৫. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)- ৪-১-৮-৩, ২০২২।