Image

বিউ ওয়েবস্টার ডাক পেলেন ভারতের বিরুদ্ধে পিংক বল টেস্টে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিউ ওয়েবস্টার ডাক পেলেন ভারতের বিরুদ্ধে পিংক বল টেস্টে

বিউ ওয়েবস্টার ডাক পেলেন ভারতের বিরুদ্ধে পিংক বল টেস্টে

বিউ ওয়েবস্টার ডাক পেলেন ভারতের বিরুদ্ধে পিংক বল টেস্টে

শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার হয়ে খেলা বিউ ওয়েবস্টারকে মিচেল মার্শের কভার হিসেবে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় পিংক বল টেস্টের জন্য অস্ট্রেলিয়া দলে যোগ করা হয়েছে। এটি ৩০ বছর বয়সী ওয়েবস্টারের প্রথম আন্তর্জাতিক ডাক। 

ভারতীয় ‘এ’দলের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজ সহ রেড-বল ক্রিকেটে সাম্প্রতিক পারফর্ম্যান্স ওয়েবস্টারকে যুক্ত করে অস্ট্রেলিয়া দলে। বিরুদ্ধে অনানুষ্ঠানিক 'টেস্ট' সিরিজে ওয়েবস্টার ৭২.৫০ গড়ে ১৪৫ রান করে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন। 

মার্শ পার্থ টেস্টে মোট ১৭ ওভার বল করেন, ২০১৯ ওভাল টেস্টের পর থেকে তিনি এই টেস্টেই সবচেয়ে বেশি বল করেছেন। অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে যদি মার্শ দলের বাইরে থাকেন, তাহলে সুযোগ মিলবে ওয়েবস্টারের। 

অস্ট্রেলিয়াকে ২৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ শুরু করে ভারত। আগামী ৬ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শুর। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টটি হবে দিবারাত্রির।

দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইঙ্গলিস, উসমান খাজা, মারনাস লাবুশেইন, নাথান লায়ন, মিচেল মার্শ, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, বিউ ওয়েবস্টার।

Details Bottom