আবারও মন্তব্য করে আলোচনায় কামরান আকমল
-
1
প্রীতি ম্যাচে ভালো আম্পায়ার থাকায় মাঠে বেশী উত্তাপ দেখাবেন না শান্ত
-
2
নিলামের আলো কাড়লেন মুস্তাফিজ, কেকেআরে রেকর্ড ৯.২০ কোটি
-
3
তাসকিনই ভাঙুক আমার গতির রেকর্ড, ঢাকায় এসে প্রত্যাশা শোয়েব আখতারের
-
4
অ্যাশেজে টানা পরাজয়ের পর ইংল্যান্ডের একমাত্র পরিবর্তন, একাদশে জশ টাং
-
5
ভারতের কাছে সাত উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়ল দক্ষিণ আফ্রিকা
আবারও মন্তব্য করে আলোচনায় কামরান আকমল
আবারও মন্তব্য করে আলোচনায় কামরান আকমল
ক্রিকেটারদের ব্যর্থতায় টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। বিশ্বমঞ্চে পাকিস্তানি ক্রিকেটারদের এমন শোচনীয় পারফরম্যান্সে সমালোচনায় মেতেছে অনেকেই।
বিশেষ করে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা বর্তমান ক্রিকেটারদের নিয়ে বেফাঁস মন্তব্য করে মাঝেমধ্যেই খবরের শিরোনাম হচ্ছেন। এবার এমন ই অবাক করা মন্তব্য করে আলোচনার জন্ম দিলেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল।
কামরান আকমল তার ভাই উমর আকমলকে তুলনা করেছেন ভারতের অন্যতম সেরা ব্যাটার ভিরাট কোহলির সঙ্গে। পাকিস্তানের টেলিভিশনের একটি জনপ্রিয় শো তে এসে কামরান আকমল বলেছেন যদি উমর আকমলকে সঠিক ভাবে প্রোমোট করা হতো তাহলে ভিরাট কোহলির মত সে ও দলের জন্য অনেক কিছু করতে পারতো।
কামরান আকমল বলেন, "আমি গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের উমর ও ভিরাট কোহলির পরিসংখ্যান দেখেছি। কোহলির চেয়ে অনেক ছোট খেলোয়াড় হওয়া সত্ত্বেও উমরের স্ট্রাইক রেট ও রানের সংখ্যা কোহলিট চেয়ে বেশী ছিলো।"
কামরান আকমল আরও বলেন, "আমাদের কোনো পাবলিক রিলেশন কোম্পানি নেই, আমরা সামাজিক যোগাযোগমাধ্যমেও এই পরিসংখ্যান ছড়িয়ে দেইনা। উমরের যেই পরিসংখ্যান আছে সেটা যদি বিশ্বকাপে যাওয়া ১৫ ক্রিকেটারের থাকতো তাহলে এটা ঝামেলার সৃষ্টি করতো"
এদিকে গতরাতে ফ্লোরিডার লডারহিলে বৃষ্টির সাথে ধুয়ে গেছে পাকিস্তানের সুপার এইটে ওঠার স্বপ্ন। নিজেদের প্রথম ৩ ম্যাচের মধ্যে ২টি হেরে যাওয়ায় আগেই বিদায়ের শঙ্কায় পড়েছিলো বাবর আজমের দল।
যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ টা ছিলো তাদের শেষ আশা। যুক্তরাষ্ট্র হারলে একটা ক্ষীণ সম্ভবনা বেঁচে থাকতো তাদের। ড্র হলেও বাদ পড়তো পাকিস্তান। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট পেয়ে যায় যুক্তরাষ্ট্র আর তাতেই বাদ পরে যায় পাকিস্তান।
