Image

ডেভিড ওয়ার্নারের ক্যারিয়ার, শেষ হয়েও হলনা শেষ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 10 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ডেভিড ওয়ার্নারের ক্যারিয়ার, শেষ হয়েও হলনা শেষ

ডেভিড ওয়ার্নারের ক্যারিয়ার, শেষ হয়েও হলনা শেষ

ডেভিড ওয়ার্নারের ক্যারিয়ার, শেষ হয়েও হলনা শেষ

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ থেকে বিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। ওয়ানডে ও টেস্ট থেকে অবসর নিয়েছেন আরো আগেই। তারমানে আন্তর্জাতিক ক্রিকেটের পর্ব এরইমধ্যে শেষ করে ফেলেছেন ওয়ার্নার। কিন্তু না, শেষ হয়েও এখন ই হচ্ছেনা শেষ।

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেও দলের প্রয়োজনে সম্প্রতি  আবারো খেলতে চাওয়ার ইচ্ছা পোষণ করেছেন ডেভিড ওয়ার্নার।

ইন্সটাগ্রামের দীর্ঘ একটি পোস্টে ওয়ার্নার লেখেন, ‘অধ্যায়ের সমাপ্তি! এত দীর্ঘ সময় ধরে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে খেলা অবিশ্বাস্য একটা অভিজ্ঞতা। আমার দল ছিল অস্ট্রেলিয়া। আমার ক্যারিয়ারের বেশিরভাগ খেলাই হয়েছে আন্তর্জাতিক পর্যায়ে। এটা করতে পারা আমার জন্য অনেক সম্মানের। সব ফরম্যাট মিলে একশরও বেশি ম্যাচ আমার মনে গেঁথে আছে।’

আন্তর্জাতিক ক্রিকেট ওয়ার্নার সব সময় পাশে পেয়েছেন তার পরিবারকে। বিদায় বেলায় তাদের ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘যাদের জন্য এটা সম্ভব হলো তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। আমার স্ত্রী এবং কন্যারা, যারা অনেক ত্যাগ স্বীকার করেছে, ধন্যবাদ তোমাদের সমর্থনের জন্য। কেউ জানে না আমরা কীসের ভেতর দিয়ে গিয়েছি।’

টেস্ট ক্রিকেটকে অস্ট্রেলিয়া বদলে দিয়েছে বলে সমর্থকদের উদ্দেশে ওয়ার্নার বলেন, ‘আশা করি, আমি আপনাদের বিনোদন দিতে পেরেছি এবং ক্রিকেটকে বদলে দিয়েছি, বিশেষ করে টেস্ট ক্রিকেটকে। যেখানে হয়তো অন্যদের চেয়ে আমরা একটু দ্রুতই রান তুলি।’

এরপরই দলের প্রয়োজন হলে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলবেন বলে জানান ওয়ার্নার। ‘সমর্থকদের ছাড়া প্রিয় কাজগুলো করা সম্ভব নয়, আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আরও কিছু দিন খেলব। যদি দলে রাখা হয় আমি চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলব। আমার ওপর আস্থা রাখায় খেলোয়াড় ও স্টাফদের প্রতি কৃতজ্ঞতা। হোয়াটসঅ্যাপে আর ফাইল জমবে না। আপনাদের কান এখন আমার কণ্ঠ থেকে মুক্তি পেল। গত কিছু বছরে এই দল অবিশ্বাস্য সব অর্জন করেছে এবং এটা যেন অব্যাহত থাকে।’

Details Bottom
Details ad One
Details Two
Details Three