Image

এইচপি ক্যাম্পের রোডম্যাপ প্রকাশ, ২৫ সদস্যের এইচপি স্কোয়াড ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 8 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
এইচপি ক্যাম্পের রোডম্যাপ প্রকাশ, ২৫ সদস্যের এইচপি স্কোয়াড ঘোষণা

এইচপি ক্যাম্পের রোডম্যাপ প্রকাশ, ২৫ সদস্যের এইচপি স্কোয়াড ঘোষণা

এইচপি ক্যাম্পের রোডম্যাপ প্রকাশ, ২৫ সদস্যের এইচপি স্কোয়াড ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর হাই পারফরম্যান্স (এইচপি) ডিপার্টমেন্ট ঢাকায় ২০ মে থেকে ১৪ জুন অব্দি একটি ক্যাম্পের আয়োজন করেছে। 

ক্রিকেটারদের ভাষা (ইংরেজী) শিক্ষা, ফুড ও নিউট্রিশন নিয়ে জ্ঞান, মিডিয়া সামলানো, ক্রিকেটের নিয়ম কানুন ও অ্যান্টি করাপশন গাইডলাইন শেখানো হবে এই ক্যাম্পে। 

ঢাকায় ক্যাম্প শেষে এইচপি প্রোগ্রাম হবে রাজশাহী ও বগুড়াতে। যেখানে ক্রিকেটাররা ম্যাচ সিনারিও ট্রেনিং করবে। ম্যাচ খেলবে বাংলাদেশ এ ও বাংলাদেশ টাইগার্স স্কোয়াডের বিপক্ষে। 

এই ক্যাম্পের জন্য ২৫ সদস্যের এইচপি স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। 

এইচপি (হাই পারফরম্যান্স) স্কোয়াড ২০২৪-২৫- 

ওপেনিং ব্যাটার- মাহফিজুল ইসলাম, আশিকুর রহমান শিবলি, জিশান আলম, হাবিবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, প্রান্তিক নওরোজ নাবিল, খালিদ হাসান। 

মিডল অর্ডার ব্যাটার-আরিফুল ইসলাম, এসএম মেহেরব হাসান, আইচ মোল্লা, আহরার আমিন, শিহাব জেমস, অমিত হাসান, প্রীতম কুমার। 

অলরাউন্ডার-মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন। 

স্পিন বোলার-রাকিবুল হাসান, ওয়াসি সিদ্দিকি, মেহেদী হাসান, নাইম হোসেন সাকিব। 

পেস বোলার-রুয়েল মিয়া, মারুফ মৃধা, রিপন মন্ডল, আশিকুর জামান ও রোহানাত দৌলা বর্ষণ। 

এইচপি প্রোগ্রামের বৃত্তান্ত- 

২০ মে- এইচপি স্কোয়াড মিরপুরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিপোর্ট করবে। 

২১ মে- ১৪ জুন- স্ট্রেংথ ও কন্ডিশনিং, শিক্ষাগত (ইংরেজী ভাষা, মিডিয়া সামলানো, এন্টি করাপশন ইউনিট, ফুড ও নিউট্রিশন ও প্লেইং কন্ডিশনের নিয়ম) জ্ঞান। 

২২ মে- জাতীয় নির্বাচক প্যানেলের সঙ্গে পরিচিতি

২১ জুন- ১৮ আগস্ট- বগুড়া ও রাজশাহীতে স্কিল ট্রেনিং, ম্যাচ সিনারিও ও ইন্ট্রা স্কোয়াড ম্যাচ 

২৬ আগস্ট- ১৫ সেপ্টেম্বর- বাংলাদেশ 'এ' ও বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে খেলা। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three