Image

পাকিস্তানে বাংলাদেশের ইতিহাস; খুশি ক্রীড়া উপদেষ্টা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তানে বাংলাদেশের ইতিহাস; খুশি ক্রীড়া উপদেষ্টা

পাকিস্তানে বাংলাদেশের ইতিহাস; খুশি ক্রীড়া উপদেষ্টা

পাকিস্তানে বাংলাদেশের ইতিহাস; খুশি ক্রীড়া উপদেষ্টা

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ইতিহাস। টেস্ট সিরিজে পাকিস্তানকে বাংলাদেশের ধবলধোলাই। দেশের মাটিতে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। প্রথম টেস্টে ১০ উইকেটে জেতার পর দ্বিতীয় টেস্টেও বাংলাদেশ পেল ৬ উইকেটের রোমাঞ্চকর জয়। রাওয়ালপিন্ডিতে টানা দুই টেস্টে আধিপত্য বিস্তার করে দাপুটে জয়। এমন ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়, একই সাথে পাকিস্তান হলো বাংলাওয়াশ। পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার কাজটা আগেরদিনই করেন মূলত দুই তরুণ পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা। ১৭২ রানে পাকিস্তান গুটিয়ে গেলে বাংলাদেশের সামনে ১৮৫ রানের লক্ষ্য দাঁড়ায়। যা টপকাতে বাংলাদেশ হারায় ৪ উইকেট। সাকিব-মুশফিকের ব্যাটে চড়ে টেস্টে পাকিস্তানকে সিরিজ হারানো ও হোয়াইটওয়াশের লজ্জায় ডুবাল বাংলাদেশ। 

টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষেই প্রথম টেস্ট ম্যাচ জয় এবং প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঐতিহাসিক অর্জন উপলক্ষে জাতীয় ক্রিকেট দল এবং সংশ্লিষ্ট সকলকেই শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। 

‘জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে যে গণঅভ্যুত্থান হয়েছে তারই সুফল পাওয়া যাচ্ছে ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রে। পাকিস্তানকে টেস্টে প্রথমবার হোয়াইট ওয়াশ করা কিংবা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতা, সবকিছুই নতুন বাংলাদেশের প্রতিফলন’।

দলের এমন নির্ভার ক্রীড়া নৈপুণ্যে উপদেষ্টা আরো বলেন, ‘দুর্নীতি এবং রাজনৈতিক বলয় থেকে ক্রীড়াঙ্গনকে মুক্ত রাখলে দেশের ক্রীড়া ক্ষেত্রে আরো সাফল্য আসবে। সরকার সেজন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে'। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three