ভারতের কোচ হতে পারলে ভালো লাগবে: গম্ভীর

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ভারতের কোচ হতে পারলে ভালো লাগবে: গম্ভীর

ভারতের কোচ হতে পারলে ভালো লাগবে: গম্ভীর

ভারতের কোচ হতে পারলে ভালো লাগবে: গম্ভীর

ভারত জাতীয় দলের কোচ হওয়া নিয়ে অবশেষে নিজের ইচ্ছের কথা প্রকাশ করলেন গৌতম গম্ভীর। এক সময়ের তারকা ব্যাটারের বক্তব্য এমন, ভারতের কোচ হওয়ার চেয়ে সম্মানের কিছু নেই। আইপিএলে কোলকাতা নাইট রাইডার্সের মেন্টর ছিলেন গম্ভীর, তার দল জিতেছে শিরোপা। এবার বললেন, ভারত দলের কোচের দায়িত্ব পেলে ভালো লাগবে। 

রোহিত শর্মা, ভিরাট কোহলিরা বিশ্বকাপ খেলতে এখন আমেরিকায়। এরমধ্যেই আলোচনা চলছে দলটির নতুন কোচ নিয়ে। বর্তমানে ভারতীয় দলের কোচ রয়েছেন রাহুল দ্রাবিড়। তার মেয়াদ শেষ হচ্ছে এই টি-টোয়েন্টি বিশ্বকাপে। এমন অবস্থায় নতুন হেড কোচ খুঁজছে বিসিসিআই। বহু বিদেশী তারকা থেকে শুরু করে একাধিক প্রাক্তন ভারতীয়ের নাম জুড়েছে তালিকায়। কিন্তু এখনো নিশ্চিত হয়নি টিম ইন্ডিয়ার আগামী কোচ কে হতে চলেছেন। সম্প্রতি সেই তালিকায় নাম যুক্ত হয় গৌতম গম্ভীরের।

এবার গৌতম গম্ভীর নিজেই মুখ খুলেছেন, জানালেন তার ইচ্ছের কথা। এক সাক্ষাৎকারে গম্ভীরের ঘোষণা, ভারতীয় দলের কোচ হতে পারলে তার ভালই লাগবে। কারণ, দেশের জন্য কাজ করা তার কাছে গর্বের বিষয়।

'ভারতের কোচ হতে পারলে ভালো লাগবে। নিজের দেশের কোচ হওয়ার থেকে বড় সম্মানের আর কিছুই হতে পারে না। ১৪০ কোটি ভারতীয় মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ। ভারতীয় দলকে কোচিং করানো মানে সারা বিশ্বেই বড় সম্মানের।’

২০১২ ও ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কোলকাতা নাইট রাইডার্স। এবার মেন্টর হয়ে ফিরেছিলেন গৌতম গম্ভীর, আর তাতেই সাফল্য। দীর্ঘ ১০ বছর পর ট্রফির স্বাদ পেয়েছে কেকেআর। ভারতীয় দলের কোচ হিসেবেও গৌতম গম্ভীরকেই তাই অনেকে চাইছেন। গম্ভীর নিজেও চাইছেন ভারতীয় দলের কোচ হতে।