Image

বাংলাদেশের হেড কোচ ইস্যুতে যা বললেন তামিম

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশের হেড কোচ ইস্যুতে যা বললেন তামিম

বাংলাদেশের হেড কোচ ইস্যুতে যা বললেন তামিম

বাংলাদেশের হেড কোচ ইস্যুতে যা বললেন তামিম

দেশীয় কোনো কোচ এই মুহুর্তে জাতীয় দলের প্রধান কোচ হওয়ার জন্য প্রস্তুত নন, এমনটাই মন্তব্য করেছেন তামিম ইকবাল। ক্রিকেটার হিসাবে নন, ধারাভাষ্যকার হিসাবে ভারত সফরে আছেন তামিম। বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টির ফাঁকে দিল্লিতে ভারত সফর কাভার করতে আসা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তামিম, মন্তব্য করেন নানা বিষয়ে।

কেনো এই মুহুর্তে দেশী  কোচ জাতীয় দলের প্রধান কোচ হওয়ার জন্য প্রস্তুত নন ব্যাখা করেন তামিম, "আমি ব্যক্তিগতভাবে মনে করি না এখন এই মুহূর্তে কেউ প্রস্তুত জাতীয় দলের প্রধান কোচ হওয়ার জন্য। অবশ্যই আমি সাথে এটাও বলেছি যে বাংলাদেশের ৩-৪ জন আছে যারা প্রস্তুত সহকারী কোচ হওয়ার জন্য। একজন প্লেয়ার যদি অধিনায়ক হয়, তখন আমরা কী বলি? যে ওকে আরেকটু খেলতে দেও আরেকটু যোগ্য হতে দেও তারপর জাতীয় দলের অধিনায়ক হবে। কোচের ক্ষেত্রেও একই কথা, আমাদের ৩-৪ জন আছে যারা খুবই যোগ্য সহকারী কোচের কাজটা করার জন্য। উনারা যদি ১-২-৩ বছর কাজ করে তাহলে তারা খুবই যোগ্য হয়ে উঠতে পারবেন জাতীয় দলের প্রধান কোচ হওয়ার জন্য। আমার কথাটা বলার মানেটা ছিল এরকম। বর্তমানে কেউ প্রস্তুত না, তবে ২-৩ বছরের মধ্যে তারা হবেন।"

তামিম ইকবাল আরো বলপন, " প্লেয়ারদের যেভাবে অভিজ্ঞ হতে হয় তেমনি কোচদেরও হতে হয়। তারা অবশ্যই যোগ্য ব্যক্তি। আমি নিজেও অনেক দেশি কোচের উপর বিশ্বাস করতাম। তবে প্রধান কোচ খুবই ভিন্ন ব্যাপার। যদি তারা সেটাপের সাথে থাকেন, ৭০% দেশি কোচ, ৩০% বিদেশি কোচ থাকে তাহলে ভালো হবে। ৭০% দেশি কোচ যদি ২ বছর দলের সাথে থাকে তাহলে কেন না? একটা না একটা সময় গিয়ে তো বাংলাদেশি কাউকে বাংলাদেশের প্রধান কোচ হতেই হবে।"

স্থানীয় কোচদের মধ্যে সর্বশেষ দুটি টাইগার্স ক্যাম্পের দায়িত্বে থাকা বিসিবির কোচ সোহেল ইসলাম গত এক দশকে সবচেয়ে উন্নতি করেছেন বলে মনে করেন তামিম। স্থানীয় কোচদের মধ্যে সোহেলই তাঁর চোখে সেরা।

"আমারও একটু সুযোগ হয়েছে উনার সাথে কাজ করার। আমার চোখে দেখা গত ১০ বছরে সবচেয়ে উন্নতি করা কোচ। বর্তমান সময়ে দেশের সেরা কোচ আমার মতে। আরেকটা জিনিস ভ্যালু করতে হবে, বাবুল ভাই সোহেল ভাই এই দুজন কিন্তু বিসিবির সাথে কাজ করেছে। উনাদেরও সুযোগ ছিল অন্য জায়গায় গিয়ে কাজ করার উনারা কিন্তু বিসিবিকে দিয়েছে। ফলে গুরুত্ব দিতে হয় তাহলে তাদেরকে বেশি দেওয়া উচিত আমার মনে হয়। বাংলাদেশের অনেক ব্যাটার বোলাররা সোহেল ভাই এবং বাবুল ভাইয়ের কাছে যায়।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three