Image

ইংল্যান্ডের পক্ষে আদিল রশিদের রেকর্ড মাইলফলক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ইংল্যান্ডের পক্ষে আদিল রশিদের রেকর্ড মাইলফলক

ইংল্যান্ডের পক্ষে আদিল রশিদের রেকর্ড মাইলফলক

ইংল্যান্ডের পক্ষে আদিল রশিদের রেকর্ড মাইলফলক

ইংল্যান্ডের তারকা লেগ স্পিনার আদিল রশিদ ইংল্যান্ডের প্রথম কোন স্পিনার হিসাবে ওয়ানডেতে ২০০ বা তার বেশি উইকেট নিলেন। হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২য় ওয়ানডেতে গ্লেন ম্যাক্সওয়েলকে ফিরিয়ে এই রেকর্ডের মালিক হন আদিল রশিদ। 

আদিল রশিদ ছাড়া ইংলিশ স্পিনার হিসাবে ১০০ এর বেশি উইকেট পেয়েছেন কেবল মইন আলি (১১১) ও গ্রায়েম সোয়ান (১০৪)। নারীদের ক্রিকেটে সোফি একলেস্টোন পেয়েছেন ১০০ ওয়ানডে উইকেট। সবমিলিয়ে ইংল্যান্ডের পক্ষে ২০০ এর বেশি ওয়ানডে উইকেট আদিল রশিদ ছাড়া পেয়েছেন কেবল জেমস অ্যান্ডারসন ও ড্যারেন গফ। 

২০০৯ সালে ওয়ানডে অভিষেকের পর ৫ টি ওয়ানডে খেলেছিলেন আদিল রশিদ। এরপর তাঁর অপেক্ষা করতে হয় প্রায় ৬ বছর। ফিরে এসে সাদা বলের ক্রিকেটে নিজের জায়গা পাকা করেন আদিল। মইন আলির সঙ্গে স্পিন জুটি গড়েন। 

ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ওয়ানডে উইকেট- 

১. জেমস অ্যান্ডারসন- ১৯৪ ম্যাচে ২৬৯ উইকেট
২. ড্যারেন গফ- ১৫৮ ম্যাচে ২৩৪ উইকেট
৩. আদিল রশিদ- ১৩৭ ম্যাচে ২০১ উইকেট
৪. স্টুয়ার্ট ব্রড- ১২১ ম্যাচে ১৭৮ উইকেট
৫. ক্রিস ওকস- ১২২ ম্যাচে ১৭৩ উইকেট  

স্পিনার হিসাবে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ উইকেট- 

১. আদিল রশিদ- ১৩৭ ম্যাচে ২০১ উইকেট 
২. মইন আলি- ১৩৮ ম্যাচে ১১১ উইকেট 
৩. গ্রায়েম সোয়ান- ৭৯ ম্যাচে ১০৪ উইকেট 
৪. জন এম্বুরে- ৬১ ম্যাচে ৭৬ উইকেট 
৫. জেমস ট্রেডওয়েল- ৪৫ ম্যাচে ৬০ উইকেট। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three