সাকিব না থাকায় সমস্যা দেখছেন না তাইজুল, সবাইকে বললেন দোয়া করতে
- 1
অ্যান্টিগায় প্রথম দিনে বাংলাদেশি বোলারদের শিকার ৫ উইকেট
- 2
ঢাকা লিগে ৮ ক্রিকেটারসহ ৯ জনকে নি'ষিদ্ধ করল বিসিবি
- 3
টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক সেঞ্চুরি করে তিলক বার্মার বিশ্বরেকর্ড
- 4
জমকালো আয়োজনে উন্মোচিত হল এনসিএল টি-টোয়েন্টির লোগো, দেখা যাবে সরাসরি
- 5
শুরুর ১৫ মিনিটেই হাসান মাহমুদের দুই উইকেট, এরপর বিবর্ণ বাংলাদেশ
সাকিব না থাকায় সমস্যা দেখছেন না তাইজুল, সবাইকে বললেন দোয়া করতে
সাকিব না থাকায় সমস্যা দেখছেন না তাইজুল, সবাইকে বললেন দোয়া করতে
সাকিব আল হাসান এই টেস্টের দলে না থাকায় খুব বেশি সমস্যা দেখছেন না তাইজুল ইসলাম। সংবাদ সম্মেলনে এসে তাইজুল শোনালেন বাস্তবতা। সবাইকে দোয়া করতে বললেন, যাতে খুব দ্রুত সাকিব আল হাসানের মতো আরেকজন আসে বাংলাদেশ ক্রিকেটে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঢাকা টেস্টের প্রথম দিনেই তাইজুল ইসলামের রেকর্ড স্পর্শ। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তাইজুল। ক্যারিয়ারের ৫৪ তম টেস্টে ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন সাকিব। আর এই রেকর্ড ছুঁতে তাইজুলের লাগে কেবল ৪৮ টেস্ট।
সাকিব না থাকায় আজকের দিনে কি চ্যালেঞ্জ ছিল? ‘প্রথম প্রশ্ন হচ্ছে আপনার সাকিব ভাই নাই তাই তো। সাকিব ভাই নাই, সাকিব ভাই ছাড়া যে আমি খেলি নাই তা তো না। আমি থাকা পর্যন্ত অনেক ম্যাচ সাকিব ভাই ছাড়া খেলছি। আমরা নিউজিল্যান্ডে টেস্ট জিতছি, সাকিব ভাই ছিল না, আমরা যখন নিউজিল্যান্ডের সঙ্গে এখানে ম্যাচ জিতছি; সাকিব ভাই ছিল না। এরকম অনেক উদাহরণ আছে। আসলে আপনি তো একটা খেলোয়াড়কে ৫০ বছর খেলাতে পারবেন না।’
সাকিব না থাকায় খুব বেশি সমস্যা দেখছেন না তাইজুল। তবে সবাইকে দোয়া করতে বললেন, যাতে খুব দ্রুত সাকিব আল হাসানের মতো আরেকজন আসে বাংলাদেশ ক্রিকেটে।
তাইজুলের কথা, ‘কখনো একজন আসবে, একজন যাবে। ১০ বছর, ১৫ বছর, খুব বেশি হলে ২০ বছর; এটা আমাদের মেনে নিতেই হবে। আসলে কোনো সন্দেহ নেই উনি অনেক ভালো খেলোয়াড় ছিল। কিন্তু আমরাও দোয়া করবো, আপনারাও দোয়া করবেন উনার মতো যেন আরেকজন আসে বা এখন যারা আছে তারাও যেন ভালো পারফরম্যান্স করে।’