Image

জিম আফ্রো টি-টেন লিগের ২য় আসরের দিনক্ষণ চূড়ান্ত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
জিম আফ্রো টি-টেন লিগের ২য় আসরের দিনক্ষণ চূড়ান্ত

জিম আফ্রো টি-টেন লিগের ২য় আসরের দিনক্ষণ চূড়ান্ত

জিম আফ্রো টি-টেন লিগের ২য় আসরের দিনক্ষণ চূড়ান্ত

২০২৩ সালে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টেন লিগ আয়োজন করেছিলো জিম্বাবুয়ে। যার নাম ছিলো জিম আফ্রো টি-টেন লিগ। আর এবার ২য় বারের মত জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জিম আফ্রো টি-টেন লিগের ২য় আসর।

জিম্বাবুয়ে ক্রিকেট জিম আফ্রো টি-টেন লিগের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করেছে। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ২১ সেপ্টেম্বর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ সেপ্টেম্বর হারারেতে। প্লেয়ার্স ড্রাফট এবং ফিকশ্চারের সময় খুব দ্রুতই জানিয়ে দেয়া হবে। 

প্রথম আসরের মত এবারো জিম আফ্রো টি-টেন লিগের সব ম্যাচ অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টিং ক্লাবে। প্রথম আসরে এটি ছিলো এই মাঠে প্রথম ফ্লাডলাইটের নিচে অনুষ্ঠিত টুর্নামেন্ট।

জিম আফ্রো টি-টেনের ২য় আসর শুরুর আগে কথা বলতে গিয়ে, জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান মিঃ তাভেংওয়া মুকুহলানি বলেছেন: "জিম আফ্রো টি-টেন  টুর্নামেন্টটি আবারো শুরু করতে পেরে আমরা আনন্দিত।" 

তিনি আরো বলেন, "প্রথম আসরটি আমাদের জন্য খেলাধুলার চেয়েও উৎসব বেশী ছিলো, এবং আমরা এই বছরও এর চেয়ে বেশি আশা করি। টি-টেন ​​লিগটা আমাদের সাদা বলের খেলায় সাহায্য করেছে এবং আমি নিশ্চিত যে এটি আমাদের ইকোসিস্টেমে একটি বড় ও ইতিবাচক প্রভাব ফেলবে।"

টি টেন গ্লোবাল স্পোর্টসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শ্রী নবাব সাজি উল মুল্ক বলেছেন: "আমরা জিম্বাবুয়েতে টি-টেন লিগের ২য় আসর শুরু করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। একটি চমৎকার প্রথম আসরের পরে, ২য় আসরেও যেনো সর্বোচ্চ মান নিশ্চিত করা যায় সেটা আমাদের কর্তব্য, যাতে ভক্তরা তাদের প্রাপ্য পায় এবং দেশের ক্রিকেট ও জিম আফ্রো টি-টেন থেকে উপকৃত হয়।

জিম আফ্রো টি-টেন লিগের ১ম আসরে বাংলাদেশ থেকে খেলেছিলেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। মুশফিক খেলেছিলেব জোবার্গ বাফেলোসের হয়ে এবং তাসকিন খেলেছিলেন বুলাওয়ে ব্রেভসের হয়ে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three