Image

পাকিস্তানের সবচেয়ে ব্যর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তানের সবচেয়ে ব্যর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর

পাকিস্তানের সবচেয়ে ব্যর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর

পাকিস্তানের সবচেয়ে ব্যর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ টা একেবারেই ভালো যায়নি পাকিস্তানের। নিজেদের বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ব্যর্থ আসর কাটিয়েছে তারা।  যেখানে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এই পর্যন্ত মোট ৮ বার অংশগ্রহণ করেছে পাকিস্তান। ৮ বারের ৬ বার ই সেমিফাইনালে উঠতে পেরেছে দলটি। বাকি ২ বার খেলেছে সুপার টেন। একবার চ্যাম্পিয়ন ও দুবার রানারআপ হয়েছে দলটি। এমনকি টুর্নামেন্টের বর্তমান রানারআপ দলটি পাকিস্তান। 

গ্রুপ 'এ' তে পাকিস্তানের সঙ্গী ছিলো ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা ও আয়ারল্যান্ড। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে পরাজিত হয় পাকিস্তান। ২০ ওভারের ম্যাচ টাই হওয়ায় সুপার ওভারে গিয়ে অনভিজ্ঞ দলটার কাছে হারতে হয় পাকিস্তানের। শুরুতেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে অপ্রত্যাশিত পরাজয়ে পরবর্তীতে আর ফিরে আসতে পারেনি দলটি। 

২য় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লড়াই করেও জিততে পারেনি পাকিস্তান। সেই ম্যাচে বোলারদের বোলিং নৈপুণ্যে ভারতকে অল্প রানে আটকে ফেললেও ব্যাটারদের ব্যার্থতায় শেষ পর্যন্ত ৬ রানে হারতে হয় পাকিস্তানকে। টানা ২ ম্যাচে হেরে তখন ই বিদায়ের শঙ্কা জেগেছিলো পাকিস্তানের।

তৃতীয় ম্যাচে এসে স্বস্তির জয় পায় গত আসরের ফাইনালিস্টরা। কানাডাকে হারিয়ে চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নেয় বাবর আজমের দল। ২০ ওভারে ৭ উইকেটে ১০৬ রান করে কানাডা। জবাবে ১৫ বল হাতেই রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করে পাকিস্তান।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে নামার আগেই বিশ্বকাপ শেষ হয়ে যায় পাকিস্তানের। কেননা ৫ পয়েন্ট নিয়েই আগেই সুপার এইটে জায়গা করে নিয়েছিলো যুক্তরাষ্ট্র। তাই আয়ারল্যান্ডের সাথে ম্যাচটি ছিলো পাকিস্তানের জন্য শুধু মাত্র নিয়মরক্ষার। শেষ ম্যাচে আইরিশদের ৩ উইকেটে হারিয়ে সান্ত্বনার জয় পেয়ে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেয় বাবর আজমরা।

Details Bottom