পাকিস্তান সিরিজ দিয়ে ফিরছেন আর্চার, লক্ষ্য বিশ্বকাপ

পাকিস্তান সিরিজ দিয়ে ফিরছেন আর্চার, লক্ষ্য বিশ্বকাপ
পাকিস্তান সিরিজ দিয়ে ফিরছেন আর্চার, লক্ষ্য বিশ্বকাপ
আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জফরা আর্চার খেলবেন বলে আশাবাদী ইংল্যান্ড ম্যানেজমেন্ট। বিশেষ করে জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আর্চারকে ইংলিশ জার্সিতে পাওয়ার জন্য অপেক্ষা করে আছে বোর্ড। ইংল্যান্ড পুরুষ দলের ম্যানেজিং ডিরেক্টর রব কি জানিয়েছেন, আর্চারকে ২০২৫ সাল পর্যন্ত টেস্ট ক্রিকেট থেকে বিরত রাখতে চায় তারা।
আর্চার এখন বার্বাডোজে রয়েছেন। যেখানে ক্লাব ক্রিকেটের সাথে যুক্ত থাকছেন তিনি। প্রায় ১১ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন। ডান বাহুতে চোটের পর ভুগেছেন দীর্ঘসময়।
আর্চার আবারো পূর্ণ উদ্যম নিয়ে বল করে যাচ্ছেন। যা আশা জাগিয়েছে ইংল্যান্ডকে। গত সোমবার বয়স ২৯ এ পা দিয়েছেন এই ইংলিশ ফাস্ট বোলার। সীমিত ওভারের ক্রিকেট মাত্র ৭ ম্যাচ খেলেছেন গত ২০২১ সালের মার্চ থেকে। এরপরও আর্চারকে ২ বছরের কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
গত বছর বিশ্বকাপে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে ইংল্যান্ড দলের অংশ ছিলেন আর্চার। টুর্নামেন্ট শুরুর আগে দলের সাথে কিছু অনুশীলন করেছিলেন। তবে মূল দলে ফিরতে পারেননি চোট পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ায়। ইংল্যান্ড দল বিশ্বকাপে ভরাডুবি পারফরম্যান্স করে। যেখানে দলের পেসারদের থেকে আক্রমণাত্মক কোনো গতি পায়নি তারা। বরং কিছুটা কম গতি নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।
এ বছরের আইপিএল আর্চারকে সরিয়ে রাখা হয়। পুনর্বাসন যাতে সুস্থ প্রক্রিয়ায় চলতে পারে, এজন্য ইসিবি কোনো ঝুঁকি নিতে চায় নি। আগামী মে মাসের ২২ তারিখ থেকে পাকিস্তানের বিপক্ষে ৪ ম্যাচের সিরিজ খেলবে ইংল্যান্ড। সেখানে খেলার কথা রয়েছে আর্চারের। পাশাপাশি সব ঠিক থাকলে তাকে দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও।