আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করলেন জাম্পা
আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করলেন জাম্পা
আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করলেন জাম্পা
অ্যাডাম জাম্পা নিজেকে সরিয়ে নিলেন আইপিএল ২০২৪ থেকে। দ্রুততম সময়ে জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত কারণ আছে। রাজস্থান রয়্যালসের হয়ে খেলার কথা ছিল জাম্পার। এই অস্ট্রেলিয়ান লেগ স্পিনারকে রিটেইন হিসেবে দলে রেখেছিল রাজস্থান। ক্রিকেট-ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো’কে জাম্পার ম্যানেজার এই খবরটি নিশ্চিত করেছেন যে, তিনি আইপিএলে থাকছেন না।
আইপিএল ২০২৩ সময়কালীন জাম্পাকে দেড় কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল রাজস্থান। এর আগে ২০২০ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। তার আগে ২০১৬ ও ২০১৭ মৌসুম ছিলেন রাইজিং পুনে সুপার জায়ান্টসের পক্ষে। এবার রাজস্থান এই অজি ক্রিকেটারকে দলে রেখেছিল রিটেইন হিসেবে।
অস্ট্রেলিয়াতে তাঁর নতুন এক পরিবার আছে। সম্প্রতি অনেক ব্যস্ত সূচি গেছে জাম্পার। যেখানে বিবিএল খেলার পাশাপাশি, ভারতে অস্ট্রেলিয়া সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলেছেন। সর্বশেষ ওডিআই বিশ্বকাপের পর এই সকল সিরিজে উপস্থিত ছিলেন এই অজি।
রাজস্থানে স্পিনের দায়িত্ব সামলাতে রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহাল রয়েছে। তবুও জাম্পার কাছ থেকে দলের সবসময়ই কিছু পাওয়ার থাকে। তাঁর সাম্প্রতিক ফর্মও ছিল পক্ষে। সর্বশেষ ২০২৩ মৌসুমে রাজস্থানের পক্ষে ৬ ম্যাচ খেলে ৮ উইকেট শিকার করেন এই লেগি। যেখানে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে ২২ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার দিন জয় লাভ করে রাজস্থান।
রাজস্থানের পেসার প্রসিদ কৃষ্ণা চোটে পড়ে পুরো মৌসুম থেকে ছিটকে গেছেন। ফলে দলটির খেলোয়াড়দের নিয়ে দল সাজানোর ব্যাপারে কিছুটা চিন্তার জায়গা থাকছে। রাজস্থানের সহ-মালিক মানোজ বাদালেও তেমনটি জানিয়েছেন। রাজস্থান এখনো জাম্পা ও প্রসিদের বদলি হিসেবে কে আসছেন, তা জানায়নি।