ভারতকে দুইশো করতে দিল না বাংলাদেশ
ভারতকে দুইশো করতে দিল না বাংলাদেশ
ভারতকে দুইশো করতে দিল না বাংলাদেশ
ভারতের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং, জিতলে টিকে থাকবে সেমিতে খেলার স্বপ্ন। ম্যাচ যদি বাংলাদেশ হেরে যায় তাহলে টুর্নামেন্ট থেকে হবে বিদায়। অ্যান্টিগায় এমন সমীকরণের ম্যাচে আগে ব্যাট করতে নামা ভারত ২০ ওভারে সংগ্রহ করেছে ১৯৬ রান। কোহলি, পান্টরা দারুণ ব্যাটিং করলেও ফিফটি পেয়েছেন কেবল হার্দিক। শেষ পাঁচ ওভারে ভারত তুলে ৬২, হার্দিকের ২৭ বলে পঞ্চাশের ইনিংস।
টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নাজমুল হোসেন শান্তর দল। পাওয়ার প্লেতে বাংলাদেশের সাফল্য রোহিত শর্মার উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের ৫০ উইকেট ছোঁয়ার মাইলফলক। ইতিহাস গড়তে সাকিবের দরকার ছিল কেবল ১ উইকেট, এদিন রোহিত শর্মাকে জাকের আলির হাতে ক্যাচ বানিয়ে সাকিব নাম লিখেছেন রেকর্ড বইয়ে। যা আগে করে দেখাতে পারেনি পৃথিবীর কোনো বোলার। প্রথম বোলার হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০ উইকেট শিকারী হলেন বাংলাদেশের সাকিব।
বিপরীতে ভারত প্রথম ৬ ওভারে স্কোরবোর্ডে যোগ করে ৫৩ রান। এরপর কোহলি-পান্ট জুটিতে এগিয়ে যেতে থাকে ভারত। তবে ইনিংসের ৯ম ওভারে তানজিম হাসান সাকিব অ্যাকশনে এসেই তুলে নেন জোড়া উইকেট। প্রথম ডেলিভারিতেই সাকিব দেন স্লোয়ার-অফকাটার। লাইন মিস করে বোল্ড ৩৭ রানে থাকা ওপেনার কোহলি। সুরিয়াকুমার যাদব নেমেই হাঁকালেন ৬, সাকিবও মুহূর্তেই নিলেন প্রতিশোধ। এবার এক্সট্রা বাউন্সারে লিটনের গ্লাভসে ক্যাচ বানান সুরিয়াকে। ৩ বলের ব্যবধানে তানজিম সাকিবের দুই উইকেট, দারুণভাবে ম্যাচে ফিরে আসে টিম টাইগার্স।
রীতিমতো ভয়ংকর হয়ে ওঠা রিশাব পান্ট শিকার হলেন রিশাদের। ওভারের আগের দুই বলে ৪ ও ৬ হাঁকিয়ে পরের বলে পান্ট হারান উইকেট। নতুন ওভার করতে এসে রিশাদের আরও এক শিকার, এবার ২৪ বলে ৩৪ রানে বোল্ড শিবাম দুবে। শেষদিকে অবশ্য হার্দিক পান্ডিয়া ঝড় তুলে ভারতের সংগ্রহ ১৯৬তে পৌঁছে দেন। ৪ চার ও ৩ ছক্কায় ফিফটি হাঁকান মাত্র ২৭ বলে।