ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে বসলেন নেপালের দীপেন্দ্র সিং
ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে বসলেন নেপালের দীপেন্দ্র সিং
ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে বসলেন নেপালের দীপেন্দ্র সিং
নেপালের দীপেন্দ্র সিং আইরি নতুন এক রেকর্ডে পা রেখেছেন। কাতারের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে এক ওভারে হাঁকিয়েছেন ৬ টি ছক্কা। বড় শট খেলতে পারেন বলে বেশ পরিচিতি আছে তার। এসিসি মেন'স প্রিমিয়ার কাপের ম্যাচে আজ (শনিবার) এই কীর্তি গড়েছেন আইরি।
কাতার দলের পেসার কামরান খান ছিলেন অপরপ্রান্তে। ওভারটি যখন শুরু হয় আইরি তখন ১৫ বলে ২৮ রানে ক্রিজে ছিলেন। যেখানে নেপালের অবস্থান ছিল ৭ উইকেট হারিয়ে ১৭৪ রানে। ছক্কার তুবড়ি ছুটিয়ে ওভার যখন শেষ, আইরির রান দাঁড়ায় ২১ বলে ৬৪ তে। আর নেপালের দলীয় সংগ্রহে তা ৭ উইকেটে ২১০ রান।
𝗨𝗡𝗥𝗘𝗔𝗟 😵💫#NEPvQAT #ACCMensPremierCup #ACC pic.twitter.com/72Itd5INE1
— AsianCricketCouncil (@ACCMedia1) April 13, 2024
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে এর আগে যুবরাজ সিং ও কাইরন পোলার্ড ৬ বলে ৬ ছক্কার কীর্তি গড়েন। যুবরাজ ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের ওভার, অন্যদিকে পোলার্ড ২০২১ সালে আকিলা ধনঞ্জয়ার ওভারে এই অর্জনে পা রেখেছেন। টি-টোয়েন্টি বাদেও ওডিআই ক্রিকেটে দুই ক্রিকেটারের এই রেকর্ড রয়েছে; দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস এবং যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোত্রা।
আইরি, নেপালের নিয়মিত ক্রিকেটার। যার বর্তমান বয়স এখন ২৪ বছর। খেলেছেন ৬৫ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং ৫৫ টি ওডিআই ম্যাচ। অবশ্য এই ধারায় নতুন নন তিনি। এর আগেও টানা ছয় বলে ছক্কা হাঁকিয়েছেন এশিয়ান গেমসের ম্যাচে। যদিও তা দুই ওভারের ব্যবধানে এসেছিল।
মঙ্গোলিয়ার বিপক্ষে সেই ম্যাচে মুনগান আলটানখুয়াগের ৫ বলে ৫ টি ছয় হাঁকিয়ে ওভার শেষ করেন আইরি। পরের ওভারে লুভশানজুনদুই আরদেনবালগানের প্রথম ডেলিভারি বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন বল। সেদিন মাত্র ১০ বল খেলে ৫২ রানে অপরাজিত ছিলেন আইরি। আর নেপাল সংগ্রহ করে ৩ উইকেট হারিয়ে ৩১৪ রান। যা ছিল টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম তিন’শ রানের দলীয় সংগ্রহ। একই ম্যাচে আইরির ফিফটি ছিল, টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম।