Image

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে আম্পায়ারের দায়িত্বে যারা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশ-পাকিস্তান সিরিজে আম্পায়ারের দায়িত্বে যারা

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে আম্পায়ারের দায়িত্বে যারা

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে আম্পায়ারের দায়িত্বে যারা

চলতি মাসে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে দুইটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তভূক্ত।  শুক্রবার বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম প্রকাশ করেছে আইসিসি।

দুটি টেস্ট ম্যাচের প্লেয়িং কন্ট্রোল টিমের প্রধান থাকবেন আইসিসি এলিট প্যানেলের রেফারি শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে। তাছাড়া আইসিসি এলিট প্যানেল থেকে থাকছেন তিন জন আম্পায়ার। এবং ইন্টারন্যাশনাল প্যানেল থেকে থাকছেন দুই জন আম্পায়ার। 

রাওয়ালপিন্ডির রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ২১ থেকে ২৪ আগস্ট  বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট অনুষ্ঠিত হবল। ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর করাচির ন্যাশনাল ব্যাঙ্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।

রাওয়ালপিন্ডি টেস্টে দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টকের পাশাপাশি মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড কেটলবরো। ইংল্যান্ডের মাইকেল গফ তৃতীয় আম্পায়ার এবং চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন পাকিস্তানের রশিদ রিয়াজ।

করাচি টেস্টে মাইকেল গফ এবং অ্যাড্রিয়ান হোল্ডস্টক মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করবেন, আর রিচার্ড কেটলবরো তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। টেস্ট ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন পাকিস্তানের আসিফ ইয়াকুব।

Details Bottom
Details ad One
Details Two
Details Three