Image

ডিওন মায়ের্স লড়লেন, তবে জিম্বাবুয়েকে ভারতের বিপক্ষে জেতাতে পারলেন না

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ডিওন মায়ের্স লড়লেন, তবে জিম্বাবুয়েকে ভারতের বিপক্ষে জেতাতে পারলেন না

ডিওন মায়ের্স লড়লেন, তবে জিম্বাবুয়েকে ভারতের বিপক্ষে জেতাতে পারলেন না

ডিওন মায়ের্স লড়লেন, তবে জিম্বাবুয়েকে ভারতের বিপক্ষে জেতাতে পারলেন না

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর প্রথম টি-টোয়েন্টিতেই জিম্বাবুয়ের বিপক্ষে হেরে বসেছিল ভারত। তবে সেই ধাক্কা দ্রুতই সামলে নিয়েছে টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নরা। টানা দুই জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে ২-১ এ লিড নিয়েছে সফরকারী ভারত। 

হারারে স্পোর্টস ক্লাবে টসে জিতে আগে ব্যাট করে শুবমান গিলের ভারত। ওপেন করতে নেমে অধিনায়কোচিত ইনিংস খেলেন শুবমান। ৪৯ বলে ৭ চার ও ৩ ছয়ে ৬৬ রান করেন তিনি। অপর ওপেনার যশস্বী জয়সাওয়াল ২৭ বলে ৩৬ রান করেন। 

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অভিষেক শর্মা তিনে নেমে ৯ বলে ১০ রানের বেশি করতে পারেননি। তবে চারে নামা রুতুরাজ গায়কোয়াড় ২৮ বলে ৪৯ রানের ইনিংস খেলেন, ৪ চারের সাথে হাঁকান ৩ ছক্কা। 

২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮২ রান স্কোরবোর্ডে জমা করে। জিম্বাবুয়ের বিপক্ষে ২৫ রান খরচে ২ উইকেট নেন ব্লেসিং মুজারাবানি, ২৪ রান খরচে ২ উইকেট নেন সিকান্দার রাজা। 

জবাব দিতে নেমে শুরুতেই ওয়েসলি মাধেভেরের উইকেট হারায় জিম্বাবুয়ে। অপর ওপেনার তাদিওয়ানাশে মারুমানি ১৩ রানের বেশি করতে পারেননি। তিনে নামা ব্রায়ান বেনেট ৪ রান করেই আউট হন। 

সিকান্দার রাজা (১৫), জোনাথন ক্যাম্পবেল (১) দ্রুত সাজঘরে ফিরলে ৩৯ রানেই ৫ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। 

সেখান থেকেও দলকে জয়ের পথে রাখেন ডিওন মায়ের্স। ৪৯ বলে ৭ চার ও ১ ছয়ে ৬৫ রান করে অপরাজিত থাকেন তিনি। ক্লাইভ মাদান্দে ২৬ বলে ৩৭, ওয়েলিংটন মাসাকাদজা ১০ বলে ১৮* করেন বটে, তবে তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। 

৬ উইকেটে ১৫৯ রান করে থামে জিম্বাবুয়ে। ২৩ রানের জয় পায় ভারত। ১৫ রান খরচে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন ওয়াশিংটন সুন্দর। ২ উইকেট নেন আবেশ খান, ১ টি শিকার খলিল আহমেদের। 

Details Bottom