Image

ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ময়মনসিংহ-বরগুনা ফাইনাল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ময়মনসিংহ-বরগুনা ফাইনাল

ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ময়মনসিংহ-বরগুনা ফাইনাল

ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ময়মনসিংহ-বরগুনা ফাইনাল

৪২ তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ (২০২৩-২৪) এর পর্দা নামছে। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অ্যাকাডেমি গ্রাউন্ডে ফাইনালে ময়মনসিংহ জেলার প্রতিপক্ষ বরগুনা জেলা। 

এবারের ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ হয়েছে তিনটি ফেসে। প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড ও ফাইনাল। টায়ার ১ এ ৩২ ও টায়ার ২ তে ৩২ টি দল অংশ নেয়। 

টায়ার ১ এ ৩২ টি দল ৮ টি গ্রুপে বিভক্ত ছিল। প্রতিটি গ্রুপ থেকে একটি দল যায় দ্বিতীয় রাউন্ডে। সেই ৮ দলকে দ্বিতীয় রাউন্ডে ভাগ করা হয় ২ টি ভিন্ন গ্রুপে। 

বরগুনা, ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা ও রংপুর জেলা ছিল এক গ্রুপে। অন্য গ্রুপে ময়মনসিংহ, কুষ্টীয়া, ফরিদপুর ও চাঁদপুর জেলা দল ছিল। 

এ গ্রুপ থেকে ৩ টি ম্যাচের ৩ টিতেই জিতে ফাইনালে উঠে বরগুনা। ১ ম্যাচ হারলেও বাকি ২ ম্যাচ জিতে বি গ্রুপ থেকে ফাইনালে ওঠে ময়মনসিংহ। এই নিয়ে ৩য় বার ফাইনালে উঠল দলটি। 

 

টুর্নামেন্টে দুই টায়ারেই প্রথম রাউন্ড হয় ৫০ ওভারের ম্যাচ। টায়ার ১ এর দ্বিতীয় রাউন্ডে হয় ৯০ ওভারের ম্যাচ। যদিও ফাইনাল হবে ৩ দিনের ম্যাচ। ৩১ মার্চ থেকে শুরু হয়ে যা শেষ হবার কথা ২ এপ্রিলে। 

যদি ৩ দিনের ফাইনাল ম্যাচ ড্র হয় বা টাই হয়, সেক্ষেত্রে ফাইনালিস্ট দুই দলকেই যৌথ বিজয়ী ঘোষণা করা হবে। টুর্নামেন্টের প্রাইজমানি সমানভাবে ভাগ করে দেওয়া হবে দুই দলের মধ্যে। 

Details Bottom