Image

ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ময়মনসিংহ-বরগুনা ফাইনাল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 9 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ময়মনসিংহ-বরগুনা ফাইনাল

ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ময়মনসিংহ-বরগুনা ফাইনাল

ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ময়মনসিংহ-বরগুনা ফাইনাল

৪২ তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ (২০২৩-২৪) এর পর্দা নামছে। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অ্যাকাডেমি গ্রাউন্ডে ফাইনালে ময়মনসিংহ জেলার প্রতিপক্ষ বরগুনা জেলা। 

এবারের ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ হয়েছে তিনটি ফেসে। প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড ও ফাইনাল। টায়ার ১ এ ৩২ ও টায়ার ২ তে ৩২ টি দল অংশ নেয়। 

টায়ার ১ এ ৩২ টি দল ৮ টি গ্রুপে বিভক্ত ছিল। প্রতিটি গ্রুপ থেকে একটি দল যায় দ্বিতীয় রাউন্ডে। সেই ৮ দলকে দ্বিতীয় রাউন্ডে ভাগ করা হয় ২ টি ভিন্ন গ্রুপে। 

বরগুনা, ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা ও রংপুর জেলা ছিল এক গ্রুপে। অন্য গ্রুপে ময়মনসিংহ, কুষ্টীয়া, ফরিদপুর ও চাঁদপুর জেলা দল ছিল। 

এ গ্রুপ থেকে ৩ টি ম্যাচের ৩ টিতেই জিতে ফাইনালে উঠে বরগুনা। ১ ম্যাচ হারলেও বাকি ২ ম্যাচ জিতে বি গ্রুপ থেকে ফাইনালে ওঠে ময়মনসিংহ। এই নিয়ে ৩য় বার ফাইনালে উঠল দলটি। 

 

টুর্নামেন্টে দুই টায়ারেই প্রথম রাউন্ড হয় ৫০ ওভারের ম্যাচ। টায়ার ১ এর দ্বিতীয় রাউন্ডে হয় ৯০ ওভারের ম্যাচ। যদিও ফাইনাল হবে ৩ দিনের ম্যাচ। ৩১ মার্চ থেকে শুরু হয়ে যা শেষ হবার কথা ২ এপ্রিলে। 

যদি ৩ দিনের ফাইনাল ম্যাচ ড্র হয় বা টাই হয়, সেক্ষেত্রে ফাইনালিস্ট দুই দলকেই যৌথ বিজয়ী ঘোষণা করা হবে। টুর্নামেন্টের প্রাইজমানি সমানভাবে ভাগ করে দেওয়া হবে দুই দলের মধ্যে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three