Image

টানা ২ ম্যাচ শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের সিরিজ জয় নিশ্চিত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টানা ২ ম্যাচ শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের সিরিজ জয় নিশ্চিত

টানা ২ ম্যাচ শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের সিরিজ জয় নিশ্চিত

টানা ২ ম্যাচ শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের সিরিজ জয় নিশ্চিত

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। এই জয়ের মাধ্যমে ২-০ ব্যাবধানে ইতোমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করলো বিশ্ব চ্যাম্পিয়নরা। বৃষ্টি আইনে ৮ ওভারে ৭৮ রানের টার্গেটে নেমে ৯ বল হাতে রেখেই ৭ উইকেটে দ্বিতীয় ম্যাচ জিতেছে তারা।

রবিবার পাল্লেকেলেতে বৃষ্টির কারণে দেরী হওয়া ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেয় ভারত। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে লঙ্কানরা। পাওয়ার প্লেতে ১ উইকেটে করে ৫৪ রান। ১০ রান করে কুশল মেন্ডিস আউট হওয়ার পরে পাথুম নিসাঙ্কা ও কুশল পেরেরার জুটি থেকে আসে ৩৬ বলে ৫৪ রান।

৫৩ রানে কুশল পেরেরারকে ফিরিয়ে এই জুটি ভাঙেন হার্দিক পান্ডিয়া। তার ইনিংসে ছিলো ৬ টি চার ও ২ টি ছক্কা। পাথুম নিসাঙ্কা করেন ২৪ বলে ৩২ রান। ২৬ রান করে আবারো হার্দিকের শিকার হন কামিন্দু মেন্ডিস। তারপরে আর ঘুরে দাড়াতে পারেনি শ্রীলঙ্কা। শুরুটা ভালো করেও একের পর এক উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ৯ উইকেটে ১৬১ রানে।

ভারতের হয়ে রবি বিষ্ণয়  সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি করে উইকেট পান আর্শদ্বীপ সিং, আক্সার প্যাটেল ও হার্দিক পান্ডিয়া।

১৬২ রানে লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে  তিন বল খেলতেই নামে বৃষ্টি। ঘণ্টাখানেক পর ভারতের ইনিংস শুরু হলে ৮ ওভারে তাদের লক্ষ্যে দাড়ায় ৭৮ রানের।  প্রথম ৬ বলে যশস্বী জয়সাওয়াল ১২ রান তোলেন। গোল্ডেন ডাক মারেন সাঞ্জু স্যামসন। 

তারপর আগের ম্যাচের নায়ক সুরিয়াকুমার যাদবকে নিয়ে জয়সাওয়াল বিধ্বংসী ব্যাটিং করেন। ১২ বলে ২৬ রান করে ফেরেন সুরিয়াকুমার। জয়সাওয়াল আউট হন ১৫ বলে ৩০ রান করে। তারপর হার্দিক ৯ বলে অপরাজিত ২২ রান করে দলকে জেতান। 

শ্রীলঙ্কার হয়ে ১ টি করে উইকেট পান মাহিশ থিকশানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাথিশা পাথিরানা।

Details Bottom