Image

কোয়ালিফায়ারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, বাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 8 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
কোয়ালিফায়ারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, বাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড

কোয়ালিফায়ারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, বাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড

কোয়ালিফায়ারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, বাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড

বাংলাদেশে অনুষ্ঠিতব্য আইসিসি উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর ১০ দলের ৮ টি চূড়ান্ত হয়েছিল আগেই। বাকি দুই দলের জন্য হয়েছে আইসিসি উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ার। 

সেখানে আয়ারল্যান্ডকে হারিয়ে স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শ্রীলঙ্কা আগেই নিশ্চিত করেছিল বিশ্বকাপের টিকিট। ফাইনালে এই দুই দল মুখোমুখি হয়েছিল। যেখানে স্কটল্যান্ডকে হারিয়ে কোয়ালিফায়ারের শিরোপা জিতেছে শ্রীলঙ্কা। 

 

শ্রীলঙ্কার এই জয়ে নিশ্চিত হয়েছে তাঁরা গ্রুপ 'এ' তে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও পাকিস্তানের সঙ্গী হবে। অন্যদিকে স্কটল্যান্ড সঙ্গী হবে বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের। 

ফাইনালে স্কটল্যান্ডকে হারাতে দাপুটে সেঞ্চুরি করেন শ্রীলঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু। তাঁর ৬৩ বলে ১০২ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান করে শ্রীলঙ্কা। 

 

জবাবে ২০ ওভারে ১০১ রানের বেশি করতে পারেনি স্কটল্যান্ড। ৬৮ রানের বড় জয় পায় শ্রীলঙ্কা। ম্যাচসেরা হন চামারি আতাপাত্তু, টুর্নামেন্ট সেরা হন স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস। 

Details Bottom