বিশ্বকাপ খেলা হচ্ছে না এবাদত হোসেনের
-
1
অ্যাশেজের বাকি দুই টেস্টে বড় ধাক্কা অস্ট্রেলিয়ার, নেই কামিন্স-লায়ন
-
2
এক ওভারে পাঁচ উইকেট: টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়লেন ইন্দোনেশিয়ার প্রিয়ানদানা
-
3
রশিদ খানের বুলেটপ্রুফ জীবন: নিজের দেশে খেলতে না পারার গল্প
-
4
সিলেট টাইটান্সের নতুন আশা, এবার কিন্তু অইজিবো মানসিকতা
-
5
ভারতের বিপক্ষে সিরিজের জন্য নিউজিল্যান্ড দলে প্রথমবার ডাক জেডেন লেনক্সের
বিশ্বকাপ খেলা হচ্ছে না এবাদত হোসেনের
বিশ্বকাপ খেলা হচ্ছে না এবাদত হোসেনের
বাংলাদেশের পেসার এবাদত হোসেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ানে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টির বিশ্ব আসরের আগে নিজেকে ফিট তৈরি করতে পারবেন না তিনি।
এমন তথ্যই ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। গণমাধ্যমকে এবাদত জানিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ফিরতে চান।
নিজের পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে আশাবাদী ছিলেন এবাদত হোসেন। মূলত ২০২৩ সালের জুলাইয়ে আফগানদের বিপক্ষে হোম সিরিজে ইনজুরিতে পড়েছিলেন তিনি। পরে করা হয় অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরির জন্য অস্ত্রোপচার।
১৩ জানুয়ারি গণমাধ্যমকে নিজের পুনর্বাসন নিয়ে এবাদত বলেছিলেন, 'আমি আশাবাদী বিশ্বকাপের আগে (টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৪) ফিরতে পারা নিয়ে। তাছাড়া এত কষ্ট কেনো করছি! যেভাবে সব চলছে তা ভালোই। মেডিকেল টিম আমাকে যেভাবে সাহায্য করছে সেটা খুবই ভালো এবং আমি খুব ভালো পুনর্বাসন চালাচ্ছি। আমার শক্তি ফিরে পাচ্ছি, বালুর মাঠে কাজ করে শক্তি নিয়েই কাজ করছি। আমি আশাবাদী ভবিষ্যতে ভালো কিছুই হবে।'
উল্লেখ্য, ইনজুরির পর থেকে এবাদত প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে। এশিয়া কাপ থেকে শুরু করে বাংলাদেশের আন্তর্জাতিক সূচি তো বটেই, বিপিএল, ডিপিএলেও খেলা হয়নি এবাদতের।
এরই মধ্যে দেবাশীষ চৌধুরী দিলেন হতাশার খবর। ক্রিকবাজকে তিনি বলেন, 'এবাদতের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফেরার কোন সুযোগ নেই। আমরা তেমনটি ভাবছিও না।'
দেবাশীষ জানান এই ধরণের পুনর্বাসন অন্তত ১০ মাস চলে, এমনকি ১২ মাস অব্দিও। ডিসেম্বরে এবাদতের অস্ত্রোপচার হয়, তাই অন্তত এই বছরের অক্টোবর লেগে যাবে তাঁর ফিরতে। এর আগে ফিরলেও সেটা যে অন্তত টি-টোয়েন্টি বিশ্বকাপে না সেটা নিশ্চিত করে দেন দেবাশীষ।
এবাদতের জন্য সুখবর না থাকলেও সৌম্য সরকার ও তাইজুল ইসলাম সেরে উঠবেন জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের আগে।
