Image

নেতৃত্ব উপভোগ করছেন সুরিয়া, বাংলাদেশ সিরিজে ওপেনার স্যামসন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নেতৃত্ব উপভোগ করছেন সুরিয়া, বাংলাদেশ সিরিজে ওপেনার স্যামসন

নেতৃত্ব উপভোগ করছেন সুরিয়া, বাংলাদেশ সিরিজে ওপেনার স্যামসন

নেতৃত্ব উপভোগ করছেন সুরিয়া, বাংলাদেশ সিরিজে ওপেনার স্যামসন

বিশ্বকাপ জিতে টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের জার্সিকে বিদায় জানান রোহিত শর্মা। তখন মনে করা হয়েছিলো দলের ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকেই দায়িত্ব দেওয়া হবে অধিনায়কত্বের। তবে সবশেষ শ্রীলঙ্কা সফরে সুরিয়াকুমার যাদবকে নেতৃত্ব দেওয়া হয়। এবার বাংলাদেশ বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টিতে ভারতের নেতৃত্বে থাকছেন সুরিয়াকুমারই।

গুঞ্জন রয়েছে জাতীয় দলের পরে এবার আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সও হার্দিক পান্ডিয়াকে সরিয়ে দায়িত্ব দিতে পারে সুরিয়াকুমারকে। বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আইপিএলে অধিনায়কত্বের বিষয়ে সুরিয়াকুমার বলেন,

"আমি অনেক উপভোগ করছি এই দায়িত্বটা। রোহিত ভাইয়ের অধীনে আইপিএলে খেলেছি আমি। অনেক কিছু শিখিয়েছেন উনি আমাকে। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাতেও করেছি অধিনায়কত্ব। ভালো লাগছে। কীভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেসব শিখছি। দারুণ দায়িত্ব উপভোগ করছি। (আইপিএলের বিষয়টি) দেখা যাক। বাকিটা চলতে থাকুক না (হাসি)।"

নতুন ভেন্যু হিসাবে গোয়ালিয়র কতটা চ্যালেঞ্জিং হবে জানালেন ভারতের অধিনায়ক, "দেখুন চ্যালেঞ্জিং তো হবেই। নতুন ভেন্যু তবে তিন দিন অনুশীলন করেছি এখানে। পিচ কেমন, বৃষ্টি হবে কিনা, শিশির পড়ছে কিনা এসব জানতে পেরেছি আমরা। এগুলোই তো বেশি জরুরি ব্যাপার। নতুন ভেন্যুর ক্ষেত্রে। সর্বশেষ সিরিজে যেভাবে খেলেছি সেভাবেই খেলতে চাই। এর থেকে বেশি পার্থক্য আনতে চাই না। সবাই নিজেদের কাজটা করতে পারলে ফল আমাদের প্রত্যাশা অনুযায়ী হবে বলে আশা করছি।"

টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় বলেছে দলের নিয়মিত ওপেনার রোহিত শর্মা। রোহিতের জায়গায় কে ওপেন করবে এমন প্রশ্নের উত্তরে সুরিয়াকুমার বলেব, "দ্বিতীয় ওপেনার সাঞ্জু স্যামসন হতে যাচ্ছে। সে খেলবে। এই সিরিজে সেই ওপেনিং করবে। আসলে লো স্লো লাগেনি আমাদের। অত পার্থক্য মনে হয়নি। তিন দিন অনুশীলন করেছি এখানে। টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো পিচই থাকে। মনে হয়েছে ভালো পিচই আছে।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three