অ্যাডিলেড টেস্টের আগে ভারত দুই দিনের পিংক বল ম্যাচ খেলবে
অ্যাডিলেড টেস্টের আগে ভারত দুই দিনের পিংক বল ম্যাচ খেলবে
অ্যাডিলেড টেস্টের আগে ভারত দুই দিনের পিংক বল ম্যাচ খেলবে
অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিবা-রাত্রির টেস্টের আগে ভারত দুদিনের গোলাপি বলের প্রস্তুতি ম্যাচ খেলবে। ফ্লাডলাইট টেস্টের প্রস্তুতি হিসেবে গোলাপি বল ব্যবহার করে ক্যানবেরায় প্রাইম মিনিষ্টার একাদশের মুখোমুখি হবে সফরকারীরা।
এই বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে যাবে ভারত। তার আগে ১৫ নভেম্বর থেকে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন রোহিত শর্মারা। আর সিরিজের মাঝপথে হবে দুই দিনের পিংক বল ম্যাচ, যা মূলত দিবা-রাত্রি টেস্টের প্রস্ততি। মানুকা ওভালে ফ্লাডলাইট ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর তারিখে, প্রথম ও দ্বিতীয় টেস্টের ব্যবধানে।
ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট পার্থে, ২২ নভেম্বর থেকে শুরু সেই ম্যাচ। পরের ম্যাচ ৬ ডিসেম্বর অ্যাডিলেডে। তারপর ব্রিসবেন, মেলবোর্ন এবং সিডনিতে ম্যাচ। বক্সিং ডে টেস্ট হবে মেলবোর্নে। নিউ ইয়ার টেস্ট হবে সিডনিতে, শুরু ৩ জানুয়ারি থেকে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের হোম টেস্ট সিরিজের পর ভারতীয় দল অস্ট্রেলিয়ায় পৌঁছাবে।