দশ উইকেটের জয়ে ভারতের সিরিজ নিশ্চিত
দশ উইকেটের জয়ে ভারতের সিরিজ নিশ্চিত
দশ উইকেটের জয়ে ভারতের সিরিজ নিশ্চিত
হারারেতে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় তুলে নিয়েছে ভারত। আর তাতেই সফরকারীদের নিশ্চিত হয়ে গেছে সিরিজ জয়, হাতে বাকি আছে আরও এক ম্যাচ।.৫৩ বলে ৯৩ রানের দাপুটে ইনিংসে অপরাজিত থাকা ইয়াশভি জাইসাওয়ালের হাতে ওঠল ম্যাচসেরার পুরষ্কার।
টসে হেরে আগে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে ৭ উইকেটে ১৫২ রান সংগ্রহ করে স্কোরবোর্ডে। জবাব দিতে নেমে দুই ভারতীয় ওপেনার ধ্বংসস্তূপ বানিয়ে দেন জিম্বাবুইয়ান বোলারদের, কোনও উইকেট না হারিয়ে ১৫.২ ওভারে ১৫৬ রান করে ফেলে ভারত। ১০ উইকেটের বিশাল জয়ের দিন ৩-১ ব্যবধানে এগিয়ে ভারত নিশ্চিত করল সিরিজ জয়।
জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতেই মুখ থুবড়ে পড়েছিল টিম ইন্ডিয়া। এরপর আর তাদের পেছনে ফিরে তাকাতে হয়নি, টানা তিন জয়ে শুবমান গিলের দল নিশ্চিত করল সিরিজ। এখনও এক ম্যাচ বাকি। যে ম্যাচটি কার্যত নিয়মরক্ষার হয়ে গেল।
১৫৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৫৩ বলে ৯৩ করে অপরাজিত থাকেন ইয়াশভি জাইসাওয়াল। তার ইনিংসে ছিল ১৩টি চার, ২টি ছক্কা। ৩৯ বলে অপরাজিত ৫৮ রান করেন শুবমান গিল। তিনি ৬টি চারের সাথে ২টি ছক্কা হাঁকিয়েছেন।
এর আগের ইনিংসে সাত উইকেট হারালেও, ১৫০ পার করে যায় জিম্বাবুয়ে। নির্দিষ্টি ২০ ওভারে তারা ৭ উইকেটে ১৫২ রান করে।