Image

ইউএস টি-টেন লিগে মাশরাফি'সহ একাধিক বাংলাদেশি ক্রিকেটার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ইউএস টি-টেন লিগে মাশরাফি'সহ একাধিক বাংলাদেশি ক্রিকেটার

ইউএস টি-টেন লিগে মাশরাফি'সহ একাধিক বাংলাদেশি ক্রিকেটার

ইউএস টি-টেন লিগে মাশরাফি'সহ একাধিক বাংলাদেশি ক্রিকেটার

আবদুর রাজ্জাকের পরে এবার যুক্তরাষ্ট্রের টি-টেন লিগে দল পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যুক্তরাষ্ট্র টি-টেন মাস্টার্সের ফ্র্যাঞ্চাইজি ডেট্রয়েট ফ্যালকনস দলে নিয়েছে মাশরাফিকে। আরিফুল হক, এনামুল হক জুনিয়রও খেলবেন একই দলের হয়ে। 

মাশরাফির আগে ফ্রাঞ্চাইজিটি দলে নিয়েছে বাংলাদেশের সাবেক স্পিনার আবদুর রাজ্জাককে। সুতরাং রাজ্জাক-মাশরাফি খেলতে দেখা যাবে একই দলে।  ডেট্রয়েট ফ্যালকনস রাজ্জাককে সরাসরি চুক্তিতে নিলেও মাশরাফিকে নিয়েছে ড্রাফট থেকে।

এছাড়া বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি ও আরাফাত সানিকে দলে নিয়েছে আটলান্টা রাইডার্স। নুরুল হাসান সোহানও সরাসরি চুক্তিতে যোগ দেবেন আটলান্টা রাইডার্সে। আল-আমিন হোসেনের ঠিকানা নতুন ফ্র্যাঞ্চাইজি শিকাগো প্লেয়ার্সে।  

এবারের বিপিএলে মাশরাফি খেলেছেন সিলেট স্ট্রাইকার্স দলে। সেই দলের স্বত্বাধিকারী আবার ডেট্রয়েট ফ্যালকনস। মাশরাফি সর্বশেষ ম্যাচ খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। লম্বা বিরতির পর আবারও তাকে দেখা যাবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে।

যুক্তরাষ্ট্রের টি-টেন লিগ শুরু হচ্ছে আগামী ৮ নভেম্বর এবং শেষ হবে ১৭ নভেম্বর। টুর্নামেন্টে অংশ নেবে মোট ৬ টি দল। ডাট্রয়েট ফ্যালকনস, মরিসভিল ইউনিটি, দ্য শিকাগো প্লেয়ার্স, ক্যালিফোর্নিয়া বোল্টস, নিউইয়র্ক ওয়ারিয়র্স এবং আটলান্টা রাইডার্স।

Details Bottom
Details ad One
Details Two
Details Three