Image

শেষ সময়ে স্কোয়াডে বদল আনতে হল নিউজিল্যান্ডকে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 9 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শেষ সময়ে স্কোয়াডে বদল আনতে হল নিউজিল্যান্ডকে

শেষ সময়ে স্কোয়াডে বদল আনতে হল নিউজিল্যান্ডকে

শেষ সময়ে স্কোয়াডে বদল আনতে হল নিউজিল্যান্ডকে

পাকিস্তানের মাটিতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সেই সিরিজ থেকে ছিটকে গেলেন ফিন অ্যালেন ও অ্যাডাম মিলনে। 

এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানিয়েছে ব্যাক ইনজুরির জেরে ছিটকে গেছেন ফিন অ্যালেন। গোড়ালির ইনজুরিতে মাঠের বাইরে অ্যাডাম মিলনে। 

দলের পাকিস্তানের উদ্দেশে উড়াল দেবার আগে অনুশীলনেই ইনজুরি বাধান এই দুই ক্রিকেটার। রাওয়ালপিন্ডিতে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে তাই তাঁদের অংশ নেবার সুযোগ নেই। 

তাঁরা কবে আবার ক্রিকেটে ফিরতে পারবেন তা দ্রুতই জানাবে নিউজিল্যান্ড ক্রিকেট। 

এই দুই ক্রিকেটারের বদলে স্কোয়াডে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার টম ব্লান্ডেল ও অলরাউন্ডার জ্যাক ফউকস। 

ফউকস এই প্রথম নিউজিল্যান্ড স্কোয়াডে সুযোগ পেয়েছেন। ব্লান্ডেল তো নিউজিল্যান্ড দলের হয়ে খেলেছেনই, ছিলেন গেলবছরের পাকিস্তান সফরেও। 

টম ব্রুসকে বিবেচনা করা হলেও তিনি নিজেকে পারিবারিক কারণে আনঅ্যাভেইলেবল করেছেন। এবং ল্যাঙ্কাশায়ারের হয়ে চুক্তি চালিয়ে যাবেন। 

পাকিস্তানের বিপক্ষে ব্ল্যাকক্যাপসদের টি-টোয়েন্টি স্কোয়াড- 

মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), টম ব্লান্ডেল, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডুফি, ডিন ফক্সক্রফট, বেন লিস্টার, কোল ম্যাককঞ্চি, জ্যাক ফউকস, জিমি নিশাম, উইল ও'রউরকে, টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সেইফার্ট (উইকেটরক্ষক) ও ইশ সোধি। 
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three