Image

তারকাদের হারিয়ে দল গোছাতে হিমশিম ত্রিনবাগো নাইট রাইডার্সের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
তারকাদের হারিয়ে দল গোছাতে হিমশিম ত্রিনবাগো নাইট রাইডার্সের

তারকাদের হারিয়ে দল গোছাতে হিমশিম ত্রিনবাগো নাইট রাইডার্সের

তারকাদের হারিয়ে দল গোছাতে হিমশিম ত্রিনবাগো নাইট রাইডার্সের

সিপিএলের ফেভারিট দল ত্রিনবাগো নাইট রাইডার্স বিপদের মুখে পড়েছে। দলের খেলোয়াড় ডোয়াইন ব্রাভো, সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেলের ইনজুরির কারণে টুর্নামেন্ট চালিয়ে যাওয়া চ্যালেঞ্জ হবে ত্রিনবাগোর। 

তবে চ্যালেঞ্জ মোকাবেলায় খুব একটা বিচলিত নন ত্রিনবাগো নাইট রাইডার্সের অধিনায়ক কাইরন পোলার্ড। ইনজুরড খেলোয়াড়দের কথা না ভেবে কীভাবে পরবর্তী ব্রাভো, রাসেল নারাইনদের ব্যাচ তৈরি করা যায় তার উপর জোর দিয়েছেন পোলার্ড।
 
পোলার্ড জানান, পারফরম্যান্স ভিত্তিতে স্থানীয় দের স্কোয়াডে সুযোগ দিবেন তারা, " আমরা পারফরম্যান্সের দৃষ্টিকোণ থেকে ত্রিনিদাদের স্থানীয় কিছু খেলোয়াড়কে স্কোয়াডে নির্বাচন করতে যাচ্ছি।"

ক্রিনিদাদের স্থানীয় খেলোয়াড়দের পরবর্তী ব্রাভো,নারাইন,পোর্লাড বানাতে কাজ করে যাচ্ছেন তারা " অনূর্ধ্ব-২৩ স্থানীয় ছেলেদের তৈরি করা হয়েছে। তারা আমাদের দেখিয়েছে তারা কী করতে পারে এবং আশা করি ভবিষ্যতে আমরা সেই প্রতিভাদের আরও বেশি করে দেখতে পাবো। ডোয়াইন ব্রাভো, সুনীল নারাইন এবং কাইরন পোলার্ড, লেন্ডল সিমন্সদের পরবর্তী ব্যাচ ক্রিনিদাদ থেকে আসবে। তাই এখনো অনেক কাজ বাকি আছে."

উল্লেখ্য,ব্রাভো কুঁচকির চোটে পড়েছেন, নারাইন ও রয়েছেন ইনজুরিতে। টুর্নামেন্টের শুরুতে হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছিলেন রাসেল।

এমন অবস্থায় দলের ভবিষ্যৎ নিয়ে কাইরন পোলার্ড জানান, "আমাদের এখনও শীর্ষ দুইয়ে শেষ করার সুযোগ রয়েছে। আমাদের এখনও ভাল এবং ধারাবাহিক ক্রিকেট খেলতে হবে। টুর্নামেন্টটি কিছুটা কঠিন হয়েছে, সমস্ত দল শক্তিশালী। তারা কৌশলগতভাবে খুব ভালো ক্রিকেট খেলছে, কীভাবে ক্রিকেট খেলা উচিত তা নিয়ে তারা এগিয়ে আছে, যা ক্যারিবীয় অঞ্চলে আমাদের জন্য একটি ভালো লক্ষণ।"
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three