Image

বিগ ব্যাশের ড্রাফটে মনোনয়ন পেলেন ৯ বাংলাদেশি ক্রিকেটার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিগ ব্যাশের ড্রাফটে মনোনয়ন পেলেন ৯ বাংলাদেশি ক্রিকেটার

বিগ ব্যাশের ড্রাফটে মনোনয়ন পেলেন ৯ বাংলাদেশি ক্রিকেটার

বিগ ব্যাশের ড্রাফটে মনোনয়ন পেলেন ৯ বাংলাদেশি ক্রিকেটার

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের অন্যতম বড় আসর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ। পরবর্তী আসর শুরু হওয়ার আগে প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন মোট ৯ বাংলাদেশি ক্রিকেটার। এর মধ্যে পুরো আসর খেলার জন্য প্রস্তুত ৬ জন। রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম ও তানজিম সাকিব অ্যাভেইলেবল থাকবেন ৬-৯টি ম্যাচ ও ফাইনালের জন্য। 

চলতি বছরের ১৫ ডিসেম্বর শুরু হবে মেন্স বিগ ব্যাশের ১৪তম সংস্করণ। ঠিক হয়ে গেছে বিবিএলের প্লেয়ার্স ড্রাফটের সময়ও। এ বারের ড্রাফটে রয়েছে দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি, বেন ডাকেট, জোফরা আর্চার সহ বেশ কিছু তারকা ক্রিকেটার। বাংলাদেশের মোট ৯ ক্রিকেটার খেলার কথা জানিয়েছে, ফলে তারাও পেলেন ড্রাফটের চূড়ান্ত নমিনেশন। 

আসন্ন বিবিএলের ড্রাফট মেলবোর্নে আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ড্রাফটের জন্য মনোনীত ৪৩২ জন খেলোয়াড়ের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে আছেন- হাসান মাহমুদ, জাকের আলি অনিক, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারী, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব। 

ফলে এ বার যে কোনও ফ্র্যাঞ্চাইজি তাদের দলে নিতে পারে। তবে জাতীয় দলের অ্যাসাইনমেন্ট মাথায় রেখে রিশাদ, তামিম ও সাকিব খেলতে পারবেন কেবল ৬-৯টি ম্যাচ, দল ফাইনালে গেলে তারা অবশ্য যাবেন ফাইনালে। ড্রাফট থেকে দল পেলে বাকি ৬ ক্রিকেটার পুরো মৌসুমের জন্য অ্যাভেইলেবল থাকবেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three