আত্মবিশ্বাসী টাইগাররা দক্ষিণ আফ্রিকা ম্যাচেও ভালো খেলতে চায়
আত্মবিশ্বাসী টাইগাররা দক্ষিণ আফ্রিকা ম্যাচেও ভালো খেলতে চায়
আত্মবিশ্বাসী টাইগাররা দক্ষিণ আফ্রিকা ম্যাচেও ভালো খেলতে চায়
ডালাস থেকে পাওয়া আত্মবিশ্বাস নিউইয়র্কে নিয়ে যেতে চায় বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচেই দুই উইকেটের জয়ে টেবিলে টাইগারদের দুই পয়েন্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। এমন ঐতিহাসিক মুহূর্তের পর টাইগার খেলোয়াড়রা এবার চোখ রাখছে দক্ষিণ আফ্রিকা ম্যাচে। লঙ্কানদের বিপক্ষে রোমাঞ্চকর জয় পাওয়া বাংলাদেশ মোমেন্টাম ধরে রাখতে চায় ১০ তারিখের ম্যাচেও। অধিনায়কের আশা, পরের ম্যাচে ভালো খেলা।
দারুণ শুরু করেও বাংলাদেশের বিপক্ষে ১২৪ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কার ব্যাটাররা। লেগ-স্পিনার রিশাদের ঘূর্ণি আর তাসকিন-ফিজদের গতির ঝড়ে বেসামাল হয়ে পড়ে লঙ্কান ব্যাটিং লাইন। এরপর স্বস্তি এনে দিলেন লিটন দাস, দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে টেনে নিয়ে গেছেন জয়ের পথে। মাঝে তাওহীদ হৃদয় ২০০ স্ট্রাইক রেটে করেছেন ৪০ রান। শেষে কঠিন হয়ে যাওয়া ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন মাহমুদউল্লাহ রিয়াদ।
পরের ম্যাচ প্রোটিয়াদের বিপক্ষে, শান্তরা চান নতুন করে পরিকল্পনা সাজিয়ে নিউইয়র্কের মাঠে নামতে,
'এই জয়টা গুরুত্বপূর্ণ ছিলো। তবে পরের তিন ম্যাচও গুরুত্বপূর্ণ। পরের ম্যাচ দক্ষিণ আফ্রিকার সঙ্গে। ওই ম্যাচে নতুন করে পরিকল্পনা করে আসতে হবে। ভালো ক্রিকেট খেলা ছাড়া উপায় নাই। বিশেষ করে আমরা ব্যাটসম্যানরা যদি আমরা অবদান রাখতে পারি তাহলে ভালো করতে পারব।'
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, 'এই ধরনের ম্যাচ জিতলে সবাই আত্মবিশ্বাসী থাকে। যেহেতু ম্যাচটা আমরা জিততে পেরেছি সবার বাড়তি আত্মবিশ্বাস থাকবে। এই বাড়তি আত্মবিশ্বাস নিয়ে যদি দ্বিতীয় ম্যাচে যেতে পারি তাহলে কাজে দেবে। আশা করি দ্বিতীয় ম্যাচটাও ভালো হবে।'
তবে এদিন সহজ ম্যাচ কঠিন করে জিততে হল বাংলাদেশকে। সাকিবের ক্যাচের পর দ্রুতই বিদায় নেন রিশাদ, তাসকিন। রীতিমতো কঠিন চ্যালেঞ্জ, যা একা হাতে সামলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ রিয়াদ। ৬ বল হাতে রেখে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাল ২ উইকেটে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করে শ্রীলঙ্কা। এবার এই প্রোটিয়াদের বিরুদ্ধেও জয় প্রত্যাশা শান্তদের।