প্রস্তুতির জন্য বাংলাদেশের দল ঘোষণা, নেই সাকিব-মুস্তাফিজ
-
1
প্রীতি ম্যাচে ভালো আম্পায়ার থাকায় মাঠে বেশী উত্তাপ দেখাবেন না শান্ত
-
2
তাসকিনই ভাঙুক আমার গতির রেকর্ড, ঢাকায় এসে প্রত্যাশা শোয়েব আখতারের
-
3
অ্যাশেজে টানা পরাজয়ের পর ইংল্যান্ডের একমাত্র পরিবর্তন, একাদশে জশ টাং
-
4
ভারতের কাছে সাত উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়ল দক্ষিণ আফ্রিকা
-
5
জাওয়াদের ব্যাটে দাপট, নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
প্রস্তুতির জন্য বাংলাদেশের দল ঘোষণা, নেই সাকিব-মুস্তাফিজ
প্রস্তুতির জন্য বাংলাদেশের দল ঘোষণা, নেই সাকিব-মুস্তাফিজ
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে প্রস্তুতি ক্যাম্পের জন্য ১৭ জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। এই স্কোয়াড নিয়েই হাথুরুসিংহের কোচিং প্যানেল চট্টগ্রামে চালাবে অনুশীলন ক্যাম্প। যেখানে অবশ্য নাম নেই আইপিএলে ব্যস্ত থাকা মুস্তাফিজুর রহমান ও এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাকিব আল হাসানের।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৮ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আসন্ন সিরিজের জন্য যদিও এখনও দল ঘোষণা করেনি বিসিবি। সিরিজ সামনে রেখে বাংলাদেশ দলের ফিটনেস টেস্টে অংশ নিয়েছিলেন ৩৪ জন ক্রিকেটার। ২৬ থেকে ২৮ এপ্রিল চট্টগ্রামে ১৭ জন ক্রিকেটার প্রস্তুত হবে।
সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টি হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, যথাক্রমে আগামী ৩, ৫ ও ৭ মে। তারপর মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ১০ ও ১২ মে হবে শেষ দুটি ম্যাচ।
জিম্বাবুয়ে সিরিজের আগে প্রস্তুতি ক্যাম্পের বাংলাদেশ স্কোয়াড-
নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার।
