ব্যাটিং অগ্রহণযোগ্য, তবে কিছুতেই কিছু হচ্ছে না বলছেন শান্ত
ব্যাটিং অগ্রহণযোগ্য, তবে কিছুতেই কিছু হচ্ছে না বলছেন শান্ত
ব্যাটিং অগ্রহণযোগ্য, তবে কিছুতেই কিছু হচ্ছে না বলছেন শান্ত
সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে আরনোস ভ্যালে গ্রাউন্ডে যে উইকেটে আজ বাংলাদেশ ও নেপালের ম্যাচ হয়েছে সেই উইকেটকে ব্যাটারদের জন্য দারুণ বলার সুযোগ নেই। তবে সহযোগী দেশ নেপালের বিপক্ষে ২০ ওভারের পুরোটা খেলতে না পারা, ১০৬ রানেই গুটিয়ে যাওয়া নাজমুল হোসেন শান্তর দলের ব্যাটিংয়ের মন্দ দশার উদাহরণ।
বোলারদের দাপটে ১০৬ রানের পুজি নিয়েও ২১ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে ৩ টি জয়ের মুখ দেখেছে বাংলাদেশ, ৩ ম্যাচেই দলকে জিতিয়েছে বোলাররা।
সুপার এইটে ৩ ম্যাচ, সেখানে অন্তত ব্যাটারদের জ্বলে উঠতে হবে। কারণ রোজ রোজ যে বোলারদের জন্য পার পাওয়া যাবে না তা ভালো করেই জানেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তবে নিজে সহ, ব্যাটারদের সবাই খারাপ সময় পার করতে চেষ্টার ত্রুটি করছে না বলে জানালেন শান্ত। তবে কিছুতেই কিছু হচ্ছে না, ব্যাখ্যাটা তাই সেভাবে পাওয়া গেল না। শান্ত অবশ্য এই ব্যাটিংকে অগ্রহণযোগ্যই বললেন।
নেপালের বিপক্ষে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, 'না, এটা তো সম্ভব না যে প্রতিদিন বোলাররাই জেতাবে। আমি আশা করি প্রতিদিনই জেতাক। তবে ব্যাটারদেরও দায়িত্ব আছে। এবং কেনো হচ্ছে না সেটা সবাই চেষ্টা করছে বের করার। তবে কোনভাবেই হচ্ছে না। এবং এটা গ্রহণযোগ্য না সত্যি কথা বলতে গেলে।'
'এই উইকেটটা হয়তো ১৪০-১৫০ রান করার মত উইকেট ছিল, হয়তোবা আমরা করতে পারিনি। সুতরাং অবশ্যই এটা আমাদের জন্য চিন্তার এক কারণ।'
'অবশ্যই চিন্তার কারণ (ব্যাটিংটা)। কারণ এভাবে ব্যাটিং করলে সেটা দলের জন্য ভালো কিছু না। শুরুটা খুব গুরুত্বপূর্ণ, সেটা আমরা পাচ্ছি না। শেষের ব্যাটাররা ওভাবে ফিনিশ করতে পারছে না। সুতরাং অবশ্যই চিন্তার কারণ, তবে এখান থেকে আমাদেরই বের হয়ে আসতে হবে। কীভাবে বের হয়ে আসতে হবে তা নিয়ে প্ল্যান পরিকল্পনা সবসময়ই হয়, তারপরেও এই ভুলগুলো বারবারই হচ্ছে। যেটা আমি আশা করব নেক্সট রাউন্ডে এই ভুলগুলো যত কম করা যায়।'