অলরাউন্ড পারফর্ম করেও দলকে জেতাতে পারেননি সাকিব
- 1
বিসিবি নির্বাচন, ফিক্সিং ইঙ্গিত ও ক্রীড়া উপদেষ্টার ‘সীমিত হস্তক্ষেপ’: আড়ালের গল্প কী?
- 2
আইপিএলের রঙ্গমঞ্চে গেইলের শেষ অঙ্কটা বিষাদের
- 3
বিসিবি নির্বাচনে অংশ নেবেন তামিম, সরে দাঁড়ালেন আকরাম খান
- 4
এশিয়া কাপে দুই বাংলাদেশি আম্পায়ার, ভারত-পাকিস্তান ম্যাচের দায়িত্বেও তারা
- 5
রেকর্ডবুকে নতুন দাগ, ৩৪২ রানের হারে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার কোচ

অলরাউন্ড পারফর্ম করেও দলকে জেতাতে পারেননি সাকিব
অলরাউন্ড পারফর্ম করেও দলকে জেতাতে পারেননি সাকিব
মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে টানা দুই ম্যাচে হার দেখল সাকিব আল হাসানের দল লস অ্যাঞ্জেলেস ওয়েভস। তবে আগের ম্যাচে সাকিব পারফর্ম করতে না পারলেও আজ দেখিয়েছেন অলরাউন্ড পারফর্ম্যান্স। অধিনায়ক সাকিব বলে-ব্যাটে জ্বলে উঠলেও ম্যাচ জিততে পারেনি তার দল।
টেক্সাস গ্ল্যাডিয়েটর্সের কাছে সাকিবদের লস অ্যাঞ্জেলেস ওয়েভসকে হারতে হয়েছে ৪ উইকেটে। আগে ব্যাট করতে নেমে লস অ্যাঞ্জেলেস ওয়েভস ৩ উইকেট হারিয়ে ১০ ওভারে পায় ১২৬ রান। এরপর ৮.৫ ওভারেই টার্গেট টপকে ম্যাচ জিতে নেয় টেক্সাস।
আগের ম্যাচে তিনে নেমে ব্যর্থ হওয়া সাকিবকে এই ম্যাচে দেখা যায় পাঁচ নম্বরে। ১১ বল খেলা সাকিব ৩ চার ও ১ ছক্কায় রান করেন ২০। নির্ধারিত ওভার শেষ হয়ে যাওয়ায় অপরাজিত থেকে তাকে ছাড়তে হয় মাঠ।
এরপর বোলিংয়ে এসেও সাকিব করেন বাজিমাত। দলের পক্ষে সর্বোচ্চ ৩ ওভার করতে হয় তার। আর তাতেই ৩৭ রান খরচায় তুলে নিয়েছেন ডেভিড মালান ও নিক কেলির উইকেট। ১৬ বলে ৩৮ রানে থাকা ওপেনার মালানকে সাকিব ফিরিয়েছেন ক্যাচ বানিয়ে। তিনে নামা নিক কেলিকে ফেলেন লেগ বিফোরের ফাঁদে।
ডালাসে সাকিবের এমন উজ্জ্বল পারফর্ম্যান্স অবশ্য ম্লান হয়ে যায় দলের পরাজয়ে। টানা দুই ম্যাচেই হার দেখল তার দল লস অ্যাঞ্জেলেস ওয়েভস।